‘নিজেকে উপস্থাপন করা শিখতে পেরেছি’

প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট গ্রহণ করছেন রবিউল হাসান।

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে অদম্য মেধাবীদের জন্য ক্যারিয়ার প্রস্তুতি ও দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল গত ১৭ জুন ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে। আমি একজন গর্বিত অদম্য মেধাবী হিসেবে এই ওয়ার্কশপে যোগদানের সুযোগ পাই। সকাল ১১টা শুরু হয় এই ওয়ার্কশপ। শুরুতেই ব্র্যাক ব্যাংকের হেড অব এইচআর আখতারউদ্দিন মাহমুদ আমাদের সবার সঙ্গে একটা গেমের মাধ্যমে সেশন শুরু করেন।

আখতারউদ্দিন মাহমুদ বলেন, চাকরির জন্য ভাইভা বোর্ডগুলোয় সাধারণত দুই ধরনের ব্যক্তি ইন্টারভিউ নেন। একদল প্রশিক্ষণপ্রাপ্ত সাক্ষাৎকার গ্রহীতা, আরেক দল সাধারণ সাক্ষাৎকার গ্রহীতা। যাঁরা সাধারণ সাক্ষাৎকার গ্রহীতা, তাঁরা তাঁদের নিজেদের পছন্দ অনুযায়ী ভাইভা বোর্ডে চাকরিপ্রার্থীদের প্রশ্ন করেন। আর যাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত সাক্ষাৎকার গ্রহীতা, তাঁরা নির্দিষ্ট ফরম্যাটে প্রশ্ন করেন।

আয়োজক, প্রশিক্ষক ও অংশগ্রহনকারীদের নিয়ে গ্রুপ ছবি।

তিনি আরও বলেন, বর্তমান চাকরির বাজারে টিকে থাকলে বেশি বেশি বাংলার পাশাপাশি ইংরেজি স্পিকিং রপ্ত করতে হবে। একই সঙ্গে ইংরেজি জানার জন্য বেশি বেশি ভোকাবুলারি শিখতে হবে। এ ছাড়া ইংলিশ মুভি দেখাও ইংরেজি শেখার জন্য অন্যতম উপায় হতে পারে। সব সময় নিজের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে যে ‘আমাকেই দিয়েই হবে এবং আমিই পারব’ এমন কনফিডেন্স নিজের মধ্যে রাখলেই বর্তমান সময়ের চাকরির বাজারে ভালো কিছু করা সম্ভব।

আমাদের উন্নত ক্যারিয়ার গঠনে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর। তিনি বলেন বর্তমান সময়ে যোগাযোগের বিকল্প কিছু নেই। তুমি যত বেশি তোমার যোগাযোগ প্রক্রিয়া বৃদ্ধি করতে পারবে চাকরির বাজারে তুমি একধাপ এগিয়ে থাকবে।

কই সঙ্গে তিনি আমাদের একটি চমৎকার বিষয়ে ধারণা দেন। একটি বোর্ডে ছক একে বুঝিয়ে দেন, কিভাবে সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা সবার সঙ্গে যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারি। অথবা আমাদের প্রাত্যহিক রুটিন আমরা কিভাবে মেনটেইন করতে পারি। কারণ বলেন যোগাযোগের জ্ঞান ভালো থাকলে চাকরি পাওয়া সহজ হয়।

সব শেষে প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা বলেন, সবকিছুর শেষে ভালো মানুষ হওয়া জরুরি আর ভালোভাবে পড়াশোনা, চাকরির পাশাপাশি আমাদের প্রত্যেককে ভালো মানুষ হতে হবে।