প্রতিবছর ১০ জন পাবে স্কুল ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষাবৃত্তি

প্রথম আলো ট্রাস্ট প্রথম আলোর একটি সামাজিক উদ্যোগ। প্রথম আলো ট্রাস্টের যেকয়টি কার্যক্রম আছে তার মধ্যে অন্যতম হলো অদম্য মেধাবী তহবিল। এই তহবিলের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার পথ সুগম করার লক্ষ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে থাকে। এই বৃত্তি এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক পর্যায়ে দেওয়া হয়। ২০০৭ সাল থেকে অদ্যাবধি এই শিক্ষাবৃত্তি প্রকল্প চালু আছে।

অদম্য মেধাবী তহবিলের নতুন সংযোজন হলো স্কুল ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষাবৃত্তি প্রদান। উক্ত তহবিলের মাধ্যমে ‘মমতাজ বেগম-প্রথম আলো ট্রাস্ট শিক্ষাবৃত্তি’ শিরোনামে স্কুল ও মাধ্যমিক পর্যন্ত বিভিন্ন ক্লাসের দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হবে। প্রতিবছর ১০ জন শিক্ষার্থী পাবে এই বৃত্তি। ইতিমধ্যে ২০২৩ সালের জন্য ৬ জন শিক্ষার্থীকে নির্বাচন করে শিক্ষাবৃত্তি দেওয়া শুরু হয়েছে। এই ৬ জনকে গত জুন থেকে মাসে ২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি পাচ্ছে।

এ বছর বৃত্তি পাওয়া ৬ জনের মধ্যে একজন ৮ম শ্রেণি, একজন ৭ম শ্রেণি, দুজন ৫ম শ্রেণি, একজন ৩য় শ্রেণি ও একজন প্রথম শ্রেণির শিক্ষার্থী। এই ছয়জন শিক্ষার্থীর চারজনের বাবা নেই, মা গৃহকর্মীর কাজ করে সংসার চালান। একজনের মা নেই, বাবা ইলেকট্রিশিয়ান,একজনের বাবা নেই, মা তাঁর বাবা বাড়ি থেকে চাল-ডাল এনে কোনোমতে চালিয়ে নিচ্ছেন। তাঁদের প্রত্যেকেরই দৈনন্দিন জীবনযাপনের ব্যয়ভার বহন করাই অনেক কঠিন। দিন এনে দিন খাওয়ার অবস্থা তাঁদের। সামর্থ্য নেই, তবে সন্তানদের পড়াশোনা করাতে চান তাঁরা। এই অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দিতে পাশে থাকবে ‘মমতাজ বেগম-প্রথম আলো ট্রাস্ট’শিক্ষাবৃত্তি। প্রতিবছর ১০ জন দরিদ্র, মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হবে এই বৃত্তি।