ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্ত মো. রাকিব কাজী এমবিবিএস পর্বে পড়াশোনা করছেন । বর্তমানে তিনি কর্নেল মালেক মেডিকেল কলেজে (মানিকগঞ্জ) এমবিবিএসে ফাইনাল প্রফেশনাল পর্বের পরীক্ষার্থী। রাকিব কাজী বলেন, ‘করোনার কারণে আমাদের ফাইনাল প্রফেশনাল পরীক্ষা পিছিয়ে যায়। আগামী মাসে পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে । আমার জন্য দোয়া করবেন।’
রাকিবের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গোহালা গ্রামে। বাবা অসুস্থ, স্ট্রোক করেছেন, কাজ করতে পারেন না।মা গৃহিনী। ৪ ভাই ৩ বোনের মধ্যে সবার ছোট রাকিব। এসএসসি পরীক্ষা দিয়ে পুরান ঢাকার একটা মুদির দোকানে হিসাব রাখার কাজ নেন রাকিব। এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পান। মুদির দোকানের একজন নিয়মিত ক্রেতার কাছ থেকে প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী শিক্ষাবৃত্তির কথা জানতে পারেন। তারপর বৃত্তির জন্য আবেদন করেন প্রথম আলো ট্রাস্টে।
রাকিবের পারিবারিক অবস্থা ও অদম্য মেধাকে বিবেচনায় নিয়ে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বৃত্তির জন্য অন্তর্ভুক্ত করা হলে দোকানের কাজ ছেড়ে নিয়মিত ক্লাস ও পড়াশোনা করেন। এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পান। পুনরায় বৃত্তি অব্যাহত থাকে। পরে ভালো করে পড়াশোনা করে কর্ণেল মালেক মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তির সুযোগ পান।