স্নায়ুরোগ বিশেষজ্ঞ হতে চান জুলেখা রেজওয়ানা

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রাপ্ত অদম্য মেধাবী জুলেখা রেজওয়ানা।

জুলেখা রেজওয়ানার স্বপ্ন ছিলো যে করেই হোক সে ডাক্তার হবে। অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমে ভর করে স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলছে রেজওয়ানা। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জুলেখা রেজওয়ানার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার দেবোত্তরপাড়া গ্রামে। ছোটবেলা থেকেই অনন্য মেধার স্বাক্ষর রেখেছে সে। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন। ২০১৯সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে তিনি পান জিপিএ ৫। তাঁর বাবা জহুরুল ইসলাম স্থানীয় লালদিঘীবাজারে বৈদ্যুতিক সরঞ্জামাদি ছোট্ট ব্যবসা করতেন। মা আখতারা বেগম গৃহিনী। জুলেখার দুই ভাইও রয়েছে। দরিদ্রতার কারণে উচ্চশিক্ষা দ্বার প্রায় বন্ধ হতে চলেছিলো জুলেখার। সার্বিক দিক বিবেচনা করে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রাপ্ত হন তিনি। ২০২১ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পান। ২০২২ সালে দিনাজপুর সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তির জন্য তাকে পুনরায় নির্বাচিত করা হয়।

জুলেখা রেজওয়ানা কথা প্রসঙ্গে জানান, ‘আমি ব্র্যাক ব্যাংক ও প্রথম আলো ট্রাস্টের কাছে কৃতজ্ঞ। এই দুই প্রতিষ্ঠান আমার স্বপ্ন পূরণে সহযোগিতা করেছে। ভবিষ্যতে আমি স্নায়ুরোগ বিশেষজ্ঞ হতে চাই।’