কাইছার হামিদের বাবা দোলোয়ার হোসেন গ্রামের বাড়ি বাড়ি ঘুরে টিউশনি করান। পরিবারের সদস্য সংখ্যা পাঁচ। টিউশনির টাকায় টেনেটুনে চলে সংসার। কিন্তু সন্তানের পড়ালেখার খরচ প্রায়ই মেটাতে পারেন না। এই নিয়ে আক্ষেপের শেষ নেই দেলোয়ার হোসেনের। বাবাকে সহযোগিতা করতে নবম শ্রেণি থেকেই কাইছার হামিদ নিজেই টিউশনি শুরু করেন। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সে।
ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী কাইছার পঞ্চম শ্রেণিতে বৃত্তি পাওয়ার পাশাপাশি জেএসসিতেও বৃত্তি পেয়েছিল। রাজবাড়ী জেলার গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পান তিনি। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া কাইছার বলেন, ‘আমি বাবার কঠোর পরিশ্রমের কথা সবসময় ভাবি। আমাকে সফল হতেই হবে। বাবা স্বপ্ন দেখেন আমি ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করবো। আমি বাবার স্বপ্নপূরণ কারার চেষ্টা করছি। আর আমি বিশ্বাস করি নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রম করলে জীবনে সফল হওয়া যায়।’
উল্লেখ্য, এম এম ইস্পাহানি লিমিটেডের পরিচালক জাহিদা ইস্পাহানির সহায়তায় প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় কলেজ পর্যায়ে কাইছার হামিদকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।