প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়া–অনুরন অদম্য মেধাবী মতবিনিময়

বৃত্তিপ্রাপ্ত অদম্য মেধাবীদের সঙ্গে অতিথিরা।

স্বেচ্ছাসেবী সংগঠন প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়া ও অনুরন থেকে বৃত্তিপ্রাপ্ত অদম্য মেধাবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রথম আলো কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় বৃত্তিপ্রাপ্ত ২০ জন অদম্য মেধাবী মতবিনিময় সভায় অংশ নেয়।  

অদম্য মেধাবীদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক, প্রথম আলো ট্রাস্টের ট্রাস্টি আনিসুল হক ও  প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়ার লিড ফ্যাকাল্টি, অনুরনের অন্যতম সদস্য ডা. শাহেদ ইকবাল, অভিনেতা শাহেদ আলী, প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়া ট্রাস্টের ট্রাস্টি ওমর শরীফ, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা প্রমুখ।

আলোচনায় অংশ নিয়ে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, ‘শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ সব থেকে সেরা বিনিয়োগ। দেশ তথা পৃথিবীর কল্যাণে আমাদের শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে।  প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়া ও অনুরনকে ধন্যবাদ জানাই তারা অদম্য মেধাবীদের বৃত্তি দিচ্ছেন। তারা একটি মহৎ কাজ করছেন। বড় মানুষদের জীবনী পাঠ করলে আমরা দেখতে পাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে বেগম রোকেয়া সকলেই শিক্ষার গুরুত্ব বুঝেছিলেন। জীবনের সর্বক্ষেত্রকে ব্যপ্ত করে শিক্ষা বিস্তারে ভূমিকা রেখেছেন। এর সুফল আমরা এখন পাচ্ছি।’   

বৃত্তিপ্রাপ্ত অদম্য মেধাবীদের আড্ডা।

আলোচনায় অংশ নিয়ে প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়ার লিড ফ্যাকাল্টি (পাবলিক হেলথ অ্যান্ড ক্লিনিক্যাল রিসার্চ) ও অনুরনের অন্যতম সদস্য ডা. শাহেদ ইকবাল বলেন, ‘ প্রত্যেক মানুষের সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে। আমরা মানুষ হিসেবে আর একজন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এখানে যাঁরা উপস্থিত রয়েছেন তারাও একদিন মানুষের পাশে দাঁড়াবে এটা আমরা বিশ্বাস করি।  অদম্য মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য প্রথম আলো ট্রাস্টের প্রতি আমরা কৃতজ্ঞ।’