প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়া ও প্রথম আলো ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়া ট্রাস্ট ও প্রথম আলো ট্রাস্টের মধ্যে প্রথম আলো কার্যালয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।
ছবি: প্রথম আলো

প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়া ট্রাস্ট ও প্রথম আলো ট্রাস্টের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। পাঁচ বছর মেয়াদি এই চুক্তির আওতায় প্রতিবছর পাঁচজন করে মোট পঁচিশজন মেডিকেল শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেন প্রথম আলোর ব্যবস্থাপনা পরিচালক, প্রথম আলো ট্রাস্টের ট্রাস্টি আনিসুল হক ও  প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়া ট্রাস্টের ট্রাস্টি ওমর শরীফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়ার লিড ফ্যাকাল্টি ডা. শাহেদ ইকবাল, অভিনেতা শাহেদ আলী, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়ার চেয়ারপারসন ডা. তাসবিরুল ইসলাম ও ট্রাস্টি ডা. বি এম আতিকুজ্জামান।

আলোচনায় অংশ নিয়ে প্রথম আলোর ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক বলেন, ‘শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ সব থেকে সেরা বিনিয়োগ। সমাজ তথা দেশর কল্যাণে এই বিনিয়োগ শতগুনে ফেরত আসে। প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল,অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি,আলোর পাঠশালা, মাদকবিরোধী আন্দোলন, অ্যাসিডদগ্ধ নারীদের জন্য সহায়ক তহবিলসহ দেশ, সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে নানা রকমের সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে। প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়াকে ধন্যাবাদ তাঁরা মেডিকেল শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে এসেছেন।’

প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়া শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে অতিথিবৃন্দ।
ছবি: প্রথম আলো

প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়ার চেয়ারপারসন ডা. তাসবিরুল ইসলাম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ডাক্তারি পেশা একটি মহৎ পেশা। তোমরা একসময় ডাক্তার হয়ে মানুষের চিকিৎসা সেবা দেবে। সবসময় হাসিমুখে মানুষের সেবা করবে। পেশার ক্ষেত্রে নৈতিকভাবে সৎ থাকতে হবে। সেবাপ্রার্থীর কথা মন দিয়ে শুনতে হবে।’

আলোচনায় অংশ নিয়ে প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়ার লিড ফ্যাকাল্টি (পাবলিক হেলথ অ্যান্ড ক্লিনিক্যাল রিসার্চ) ডা. শাহেদ ইকবাল বলেন, ‘আমরা পেশাগত কারনে বর্তমানে দেশের বাইরে আছি কিন্তু এই দেশের প্রতি এই দেশের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা আন্তরিকভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করছি। মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য প্রথম আলো ট্রাস্টের প্রতি আমরা কৃতজ্ঞ।’ 

 প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ জ্ঞাপন করে প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়ার ট্রাস্টি ডা. বি এম আতিকুজ্জামান বলেন, ‘চিকিৎসা পেশা একটি বৈশ্বিক পেশা। আমরা সেই ভাবনা থেকে আমাদের প্রতিষ্ঠানের নামের সঙ্গে ‘প্ল্যানেটারি’ শব্দটি যুক্ত করেছি। যারা চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষার সুযোগ পাবে তাদেরকে সহযোগিতা করবে প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়া।’