রায়গঞ্জে অনুষ্ঠিত হয়েছে অদম্য মেধাবী সমাবেশ

‘ভালোর সাথে আলোর পথে’ স্লোগানে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অদম্য মেধাবী সমাবেশ আয়োজন করা হয়েছে।
Sameen

‘ভালোর সাথে আলোর পথে’ স্লোগানে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অদম্য মেধাবী সমাবেশ আয়োজন করেছে রায়গঞ্জ বন্ধুসভা। ১ জুলাই সকাল ১০টার দিকে উপজেলার ধানগড়ায় শিশুশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্স একাডেমিতে অনুষ্ঠিত হয় তৃতীয়বারের মতো এ আয়োজন।

সমাবেশে উপস্থিত তিনজনকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল’ থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্ত মোছা. ছাবিকুন্নাহার, বন্ধুসভার বন্ধু পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান এবং সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করা রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি রাকিবুল হাসান। সমাবেশে প্রথম আলো ট্রাস্ট থেকে বিভিন্ন সময়ে শিক্ষাবৃত্তি প্রাপ্ত রায়গঞ্জের ১১ জন অদম্য মেধাবী উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ধানগড়া উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবু ইউছুফ জাকারিয়া বলেন, শিক্ষার্থী ও বন্ধুদের অনুপ্রেরণা জোগাতে বন্ধুসভার এই আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার।

সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট কামরুল হাসান বলেন, ‘পূর্ব দিগন্ত থেকে প্রতিদিন সূর্য যেমন পৃথিবীকে আলোকিত করে, ঠিক তেমনি প্রতিদিন আমাদের কাছে আলোর দিশারি হয়ে বার্তা পৌঁছায় প্রথম আলো। আর প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা প্রতিনিয়ত সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে চলেছে।’

আষাঢ়ের বৃষ্টি উপেক্ষা করে সবার উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে সমাবেশ। ছিল স্মৃতিচারণা, বন্ধু আড্ডা ও র‌্যাফল ড্র।

সমাবেশে আরও বক্তব্য দেন রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি উজ্জ্বল কুমার মাহাতো, ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ কুমার মোদক, পূর্ব আটঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাকিবুল হাসান, রায়গঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আলমগীর খান, ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ। সঞ্চালনা করেন ইশরাত জাহান।