আজীবন সম্মাননার প্রাপ্ত অর্থ প্রথম আলো ট্রাস্টের তহবিলে দেওয়ার ঘোষণা দিলেন সৈয়দ আব্দুল হাদী
মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২২-এর ২৪তম আসরে আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। গত ৮ সেপ্টেম্বর ২০২৩ ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সম্মাননার সঙ্গে প্রাপ্ত দুই লক্ষ টাকা দরিদ্র মেধাবি শিক্ষার্থীদের জন্য পরিচালিত প্রথম আলো ট্রাস্টের তহবিলে দেওয়ার ঘোষণা দেন আব্দুল হাদী।
সৈয়দ আব্দুল হাদীর হাতে সম্মাননা, ক্রেস্ট ও চেক তুলে দেন শিল্পী রুনা লায়লা। এ সময় মঞ্চে ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। কানায় কানায় পরিপূর্ণ মিলনায়তনের সবাই দাঁড়িয়ে সম্মান জানান বরেণ্য এ শিল্পীকে।
পুরস্কার প্রাপ্তির পর মাইক্রোফোন হাতে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘আমি আনন্দে বাকরুদ্ধ। এতটা ভালোবাসা কোথায় রাখি, কিভাবে রাখি, কিভাবে প্রকাশ করি। যে সম্মানের সঙ্গে ভালোবাসা নেই, অথবা যে ভালোবাসার সঙ্গে সম্মান নেই—আমি তার কোনটাতেই আমার আগ্রহ নেই। মেরিল–প্রথম আলোর পুরস্কারে দুটোই দেওয়া হয়েছে। আমি সানন্দচিত্তে সবিনয়ে এই সম্মান গ্রহণ করছি।’
৮৩ বছর বয়সী হাদী পাঁচ দশকের বেশি সময় ধরে সংগীত সাধনা করছেন। ‘একবার যদি কেউ ভালোবাসত’, ‘চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে’, ‘এমনও তো প্রেম হয়’, ‘যেও না সাথি’, ‘আমি তোমারই প্রেম ভিখারি’, ‘চক্ষের নজর এমনি কইরা’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি’, ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’, ‘তেল গেলে ফুরাইয়া’, ‘আউল বাউল লালনের দেশে’, ‘মনে প্রেমের বাত্তি জ্বলে’, ‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’–এর মতো বহু জনপ্রিয় গানে প্রাণ দিয়েছেন হাদী।
সংগীতে বিশেষ অবদানের জন্য ২০০০ সালে একুশে পদক দিয়েছে বাংলাদেশ সরকার। চলচ্চিত্রে গান গেয়ে সেরা গায়ক ক্যাটাগরিতে সৈয়দ আব্দুল হাদী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন তিনি। পড়াশোনাকালে গানে আবির্ভাব ঘটে তাঁর। ১৯৬৪ সালে ‘ডাকবাবু’ সিনেমায় প্রথমবার একক কণ্ঠে গান করেছেন আব্দুল হাদী। পাশাপাশি সুরকার ও সংগঠক হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর।
১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাদী। বেড়ে উঠেছেন আগরতলা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও কলকাতায়। শৈশবেই গান শিখেছেন তিনি।