‘সফল হতে হলে চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা থাকতে হবে’
দুহুলী পশ্চিম ধারারপাড় থেকে নীলফামারী সদরের দূরত্ব ১০ কিলোমিটার। প্রতিদিন আসা যাওয়া মিলে ২০ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দিয়ে নিয়মিত স্কুল করতেন অদম্য রাজু আহমেদ। পরিবারিক আর্থিক অনটনও ছিল নিত্যসঙ্গী কিন্তু পড়াশোনার পথ থেকে কখনো বিচ্যুত হননি তিনি। অপরাজেয় মনোভাবের কারনে শত বাধা পেরিয়ে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি।
রাজু আহমেদের বাবা লতিফর রহমান পেশায় দিনমজুর। নিজের বলতে বসতভিটা ছাড়া তেমন কোন জমি নেই। সকাল–সন্ধ্যা কঠোর পরিশ্রম করেন তিনি। কিন্তু পরিবারের অভাব দূর হয়না। অর্থ সঙ্কটের কারনে পরিবারের তিন ছেলেমেয়ের পড়ালেখা বারবার বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু সন্তানদের অদম্য মনোভাবের কারনে প্রত্যেকেই আছেন উচ্চশিক্ষার পথে। বড় মেয়ে লিপি আক্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রত্নতত্ত্ব বিভাগে থেকে পড়াশোনা শেষ করছেন। মেজ ছেলে আলম হক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন গবেষণা বিভাগে পড়াশোনা করছেন । সম্প্রতী পরিবারের ছোট ছেলে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন।
এ প্রসঙ্গে রাজু আহমেদ বলেন, আমাদের তিন ভাই বোনের সফলতার নেপথ্যে রয়েছেন আমাদের বাবা–মা। যখনই আশাহত হয়েছি তখন শুধু বাবা–মায়ের কঠিন কঠোর পরিশ্রমের কথা স্মরণ করেছি। আমি মনে করি সফল হতে হলে চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা থাকতে হবে। এটি আমি অর্জন করেছি আমার বাবা–মাকে দেখে। আমি বিশেষভাবে কৃতজ্ঞ প্রথম আলো ট্রাস্ট ও ব্র্যাক ব্যাংকের প্রতি। এই দুই প্রতিষ্ঠান থেকে প্রদত্ত শিক্ষাবৃত্তি আমাদের চলার পথকে সহজ করেছে।
রাজু আহমেদ নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালে জিপিএ–৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ভালো ফলাফল বিবেচনায় রাজু আহমদে ‘ব্র্যাক ব্যাংক– প্রথম আলো ট্রাস্ট’ অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি দেওয়া হয়। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি পরীক্ষাতেও জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হন রাজু।
সম্প্রতী হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন রাজু। ভবিষ্যতে বিসিএস উত্তীর্ণ হয়ে পরিবারের হাল ধরতে চান তিনি।
উল্লেখ্য, রাজু আহমেদে স্নাতক পর্যায়ের পড়শোনাতেও ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট’ থেকে শিক্ষাবৃত্তি পেয়েছিলেন ।