জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৭৬তম স্থান অর্জন করেছেন অদম্য সাকিব

এ বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'সি' ইউনিটে ৭৬ তম স্থান অর্জন করেছেন অদম্য মেধাবী সাকিব আহম্মেদ।

পঞ্চগড় সদরের ধাক্কামারা ইউনিয়নের মীরগড় পূর্বপাড়া এলাকার দরিদ্র পরিবারের সন্তান মো. সাকিব আহম্মেদ। নানা প্রতিকূলতার মধ্যেও অদম্য ইচ্ছাশক্তির বলে পড়াশোনা করেছেন। প্রতিটি ক্ষেত্রে সাফল্য ধরে রেখেছেন। সর্বশেষ প্রমাণ রেখেছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'সি' ইউনিটে ৭৬ তম স্থান অর্জন করেছেন তিনি।

সাকিব আহম্মেদের বাবা আনসারুল হক পেশায় ছিলেন ট্রাকচালক। ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। এদিকে বাড়ির ছয় শতক ছাড়া আর কোনো জমি নেই সাকিবদের। অভাবের মধ্যেও পড়াশোনায় পিছপা হননি সাকিব। ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পান। মানবিক বিভাগে ভর্তি হন ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। পরে তাঁকে নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। দেওয়া হয় ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি’।

এ বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'সি' ইউনিটে ৭৬ তম স্থান অর্জন করেছেন অদম্য মেধাবী সাকিব আহম্মেদ।

শিক্ষাবৃত্তি পেয়ে অনেকটা নির্ভার হন সাকিব। ভালো করে পড়াশোনা চালিয়ে যান। ২০২৩ সালে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষায়ও সাফল্য ধরে রাখেন। জিপিএ-৫ পান। তাঁর এই সাফল্যে পুনরায় তাঁকে স্নাতক পর্যায়েও শিক্ষাবৃত্তির আওতায় নেয় ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল’।

সাকিব আহম্মেদ জানালেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'সি' ইউনিটে ৭৬ তম স্থান অর্জন করেছি। আমার ইচ্ছা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ার। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্ভবত ইংরেজি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা পাব। আমার এই অর্জনে পাশে থাকার জন্য ধন্যবাদ ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিলকে।’