রাজমিস্ত্রি বাবার কষ্ট কমাতে ইমামও কাজে যেতেন

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি পেয়ে পড়াশোনা করেছেন ইমাম হোসেন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামে ইমাম হোসেনের বাড়ি। ৪ ভাইবোন মা-বাবাসহ ৬ জনের পরিবার। কিন্তু একমাত্র উপার্জনকারী ছিলেন রাজমিস্ত্রি বাবা দিনিয়ার আলী গাজি। বাবার আয় ছিল খুবই সীমিত, যা দিয়ে কখনোই সবার পড়াশোনার খরচ চালানো সম্ভব হতো না। বড় ভাই ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর অভাবের কারণে আর এগোতে পারেনি। বাবার কষ্ট কমাতে সংসারের হাল ধরতে হয় তাঁকেও। তাই পড়াশোনার পাশাপাশি তিনিও কাজ করতেন। ইমাম হোসেনের জীবনের নানা গল্প উঠে আসে ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, বিকেল ৫টা ৩০মিনিটে  প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন ‘অদম্য মেধাবীর সঙ্গে’ অনলাইন অনুষ্ঠানে। তিনি ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী’ শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি ফরিদপুরে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত।

ব্র্যাক ব্যাংক-প্রথমে আলো ট্রাস্টের অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি পেয়ে ডিপ্লোমার পুরো চার বছর পড়াশোনা করি এবং সুনামের সহিত পাস করি।

আজকের এই ইমাম হোসেন হওয়ার পেছনের গল্পটা কি জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের জীবনের জার্নিটা খুবই কষ্টের। ২০০১ সালে আমার দাদি প্রথম শ্রেণিতে ভর্তি করায় আমাকে। দাদির হাত ধরেই ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করি। পরে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে হয় বেশ দূরের একটা স্কুলে। তখন থেকেই সংগ্রামের শুরু। স্কুলে যেতে প্রতিদিন ৩টাকা ভ্যান ভাড়া লাগত। সেটাও দেওয়া সম্ভব হতো না, হেঁটেই স্কুলে যেতাম। কারণ রাজমিস্ত্রি বাবার পক্ষে সংসার চালানোই কঠিন হয়ে যেত। আমার বড় ভাইও আমার চেয়ে ভালো ছাত্র ছিল। রোলনং সব সময় এক হতো। সেই ভাই অভাবের কারণে পড়াশোনা করতে পারেনি। অস্টম শ্রেণিতে পড়া অবস্থায় সংসার চালাতে বাবাকে সহায়তা করার জন্য পড়াশোনা ছেড়ে কাজে নামেন। এই হলো পরিবারের অবস্থা।’

পরক্ষণেই যুক্ত করে বলেন, এরই মধ্যে আমি অষ্টম শ্রেণি পাস করি, রোল হয় দুই। বিপদ হয় নবম শ্রেণিতে উঠতে গিয়ে। আমার ইচ্ছে বিজ্ঞান বিভাগে পড়ব। কিন্তু বিজ্ঞান বিভাগে খরচ বেশি, কীভাবে মেটাব! তাই খরচ কমানোর জন্য মানবিক বিভাগ নিতে চাইলাম। ভালো ফল করায় শিক্ষকগণ বিজ্ঞান বিভাগে পড়ার পরামর্শ দিলেন। পরে শিক্ষকদের সহযোগিতায় নিজে সাহস নিয়ে বিজ্ঞান বিভাগে ভর্তি হলাম। গ্রামের অনেকেই এটা নিয়ে হাসাহাসি করল। খেতে পারে না, তার আবার সায়েন্স...!’

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি পেয়ে পড়াশোনা করেছেন ইমাম হোসেন।

কিন্তু আমি যে পারব, এই  সাহসটা ছিল। সেই সাহস নিয়েই নবম, দশম পার হয়ে এসএসসিতে জিপিএ-৫ পাই। মজার বিষয় হলো, গ্রামের প্রথম জিপিএ-৫ ছিল এটা। ইচ্ছাশক্তি থাকলে যে পারা যায়, তার উদাহরণ আমি—বললেন ইমাম।

ভালো ফল করেও সংশয় ছিল— আর এগোতে পারব কিনা! কারণ অনেক খরচ। ঠিক সেই সময়টাতে  প্রথম আলোর সাতক্ষীরার প্রতিনিধি একটা প্রতিবেদন করেন। প্রতিবেদন দেখে অনেক অফার আসে ঢাকায় গিয়ে পড়াশোনা করার। কিন্তু পরিবারের যে অবস্থা ঢাকায় গিয়ে পারব কিনা —এই ভেবে গ্রামের কলেজেই এইচএসসি ভর্তি হই। তখন আমার এক মামা বলেন যে, জেনারেল লাইনে পড়ে কি করবা! অনেক দীর্ঘ প্রক্রিয়া। তার চেয়ে বরং শর্টকাট কিছু করো, যাতে করে পরিবারের হাল ধরতে পার। তার পরামর্শে ঝিনাইদহ সরকারি হেলথ টেকনোলজিতে ডিপ্লোমা কোর্সে পরীক্ষা দিয়ে টিকে যাই এবং ল্যাবরেটরি মেডিসিন বিভাগে হই। ঠিক সেই সময়টাতে প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি সুখবরটা পাই। শুনে অনেক ভালো লাগে। কারণ এখানেও খরচ কম নয়। পরবর্তীতে ব্র্যাক ব্যাংক-প্রথমে আলো ট্রাস্টের অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি পেয়ে ডিপ্লোমার পুরো চার বছর পড়াশোনা করি এবং সুনামের সহিত পাস করি।’ এভাবেই নিজের কথাগুলো অবলিলায় বলে গেলেন ইমাম হোসেন।

পাস তো করলেন, এখন কি করবেন সেটা নিয়ে তেমন সমস্যায় পড়তে হয়নি তাঁকে। চাকরি পাওয়াতেও রাখলেন সাফল্যের স্বাক্ষর। তিনি বলেলেন, ‘জীবনে প্রথম চাকরি পরীক্ষাতেই টিকে যাই। ৯৬ জনের মধ্যে ৯জনকে টেকানো হয়। আমি এই ৯জনের একজন। এখন নিজের খরচের পাশাপাশি পরিবারের খরচ চালাই। ছোট ভাই-বোনদের পড়াশোনার খরচ দিচ্ছি।’

পুরো সময়টাতে নিজের মনোবল ধরে রাখলেন কীভাবে? এর উত্তরে ইমাম হোসেন জানান, আসলে আমাদের মতো পরিবারে বাধা আসবেই। সেটা অতিক্রম করে এগিয়ে যাওয়ার মতো মনোবল ও ধৈর্য থাকতে হবে। যেমন আমার ভাইও ভালো ছাত্র ছিল। কিন্তু অভাবের কারণে পারেননি। আমি নিজেও কাজ করেছি। আমার খুব কষ্ট হতো। মা এটা বুঝতেন। মা বলতেন, ভালো করে পড়াশোনা কর,যাতে ছায়ায় বসে কামাই করতে পারো। মা দোয়া করতেন সবসময়।’

এখন যেহেতু আমার সুযোগ আছে, তাই মানুষের জন্য করার চেষ্টা করি। ভবিষ্যতে ইচ্ছা আছে স্বাস্থ্য খাতে ভালো কিছু করার। মানুষের পাশে থেকে কাজ করতে চাই।

মা-বাবার অনুভূতির কথা বলতে গিয়ে ইমাম হোসান বলেন, আমার বাবাতে অন্যের ঘর বানাত। কিন্তু তাঁর নিজের ঘরে পানি পড়ত। এখন ঘরে আর পানি পড়ে না। আমি ঘর করেছি। নিজের একটা ঘর হয়েছে —এতেই তাঁরা অনেক খুশি। অনেক গর্ব করেন তাঁরা। বাবা-মাকে খুশি দেখে আমার খুব ভালো লাগে।’

ছোট অদম্যদের জন্য কি পরামর্শ দেবেন? এ ক্ষেত্রে ইমাম হোসেন বলেন, ‘আমাদের মতো যারা বিভিন্ন বাধার সম্মুখীন তাদের জন্য কাজ করে যাচ্ছে প্রথম আলো। আসলে বাধা ছিল বলেই হয়তো আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। তাই বাধাকে অতিক্রম করতে হবে।’

সামনে স্বপ্নগুলো কি? নিজেকে কোথায় দেখতে চান? এমন প্রশ্নের জবাবে ইমাম হোসেন বলেন, ‘যার হাত ধরে আমার স্কুল শুরু হয়েছিল, সেই দাদি চিকিৎসার অভাবে মারা গেছেন। এখন যেহেতু আমার সেই সুযোগ আছে, তাই মানুষের জন্য করার চেষ্টা করি। ভবিষ্যতে ইচ্ছা আছে স্বাস্থ্য খাতে ভালো কিছু করার। মানুষের পাশে থেকে কাজ করতে চাই।’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন ‘অদম্য মেধাবীর সঙ্গে’ অনলাইন এই অনুষ্ঠানটি একযোগে প্রচার করা হয় প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ইউটিউব চ্যানেল এবং প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ থেকে। সঞ্চালনায় ছিলেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা।