রনি মোল্লার চলার পথে বাধা ছিল অজস্র। সম্বল ছিল অদম্য ইচ্ছা। তাতে ভর করেই বুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে পড়াশোনা করছেন তিনি। রনির বাবা আলেক মোল্লা পেশায় সবজি বিক্রেতা। আর্থিক অনটন থাকা সত্ত্বেও শিক্ষার পথ থেকে সন্তানকে দূরে রাখেননি তিনি। রনি মোল্লা ২০১৮ সালে আগদীঘা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে প্রতিটি বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন রনি। পরে তিনি ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি নিয়ে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে ভর্তি হন। উচ্চমাধ্যমিকেও সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন রনি। বুয়েটের পাশাপাশি রনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন।
বর্তমানে ব্র্যাক ব্যাংক– প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রাপ্ত রনি বুয়েটের ইউআরপি বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যায়ন করছেন। তিনি বলেন, ‘আমরা তিন ভাই। আমি সবার ছোট। বড় ভাই রবিউল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। মেজো ভাই নয়ন আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পরিবারে আর্থিক অনটন থাকা সত্ত্বেও বাবা–মা আমাদের শিক্ষার পথেই রেখেছেন। ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট আমার পাশে রয়েছে। ভবিষ্যতে ঢাকা নগর উন্নয়নে আমি মৌলিক আবদান রাখতে চাই।’