নগর পরিকল্পনায় উচ্চতর পড়াশোনা করতে চান রনি মোল্লা
নাটোরের রনি মোল্লা সবা বাধা পেরিয়ে শিক্ষার পথ ধরে স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন। আর্থিক অসঙ্গতির কারনে রনির শিক্ষা জীবন বারবার অনিশ্চয়তার মুখে পড়েছে। কিন্তু বাবা ও শিক্ষকদের অনুপ্রেরণায় বর্তমানে বুয়েটের নগর ও অঞ্চল (ইউআরপি) বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন তিনি।
রনিরা তিন ভাই। বড় ভাই রবিউল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। মেজো ভাই নয়ন আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। অতীত দিনের স্মৃতিচারণ করে রনি মোল্লা বলেন, ‘আমার বাবা আলেক মোল্লা পেশায় ছিলেন সবজি বিক্রেতা। তার স্বল্প আয়ে আমাদের তিন ভাইয়ের পড়ালেখার খরচ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এসএসসিতে ভালো ফল করার পরও আমার কলেজে পড়া অনিশ্চিত হয়ে পড়ে। সেই সময় ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি পাই। এই বৃত্তি আমার শিক্ষা জীবনকে রক্ষা করেছে।’
ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী রনি মোল্লা ২০১৮ সালে নাটোরের আগদীঘা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি নিয়ে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে ভর্তি হন। ভালো ফলে ধারাবাহিকতা বাজায় থাকে উচ্চমাধ্যমিক পর্যায়েও। এইচএসসি পরীক্ষাতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন রনি। এরপর ভর্তি পরীক্ষার বাধা পেরিয়ে বুয়েটের পাশাপাশি রনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন।
ভবিষ্যতে নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিষয়ে দেশের বাইরে উচ্চতর পড়াশোনার স্বপ্ন দেখেন রনি।
উল্লেখ্য, রনি মোল্লার স্বপ্নপূরণের পথে আবারও পাশে দাঁড়িয়েছে ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট’। তিনি স্নাতক পর্যায়েও এই শিক্ষাবৃত্তি নিয়মিত পাচ্ছেন।