অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে হিসাবরক্ষক পদে নিয়োগ পেলেন অদম্য কামরুল
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় আড়াইসিধা গ্রামের ছেলে মো. কামরুল হাসান। বাবা দিনমজুরি করে সংসার চালাতেন। মাঝেমধ্যে কামরুলকেও বাবার সঙ্গে কাজে নামতে হতো। কারণ চার ভাই এক বোন নিয়ে ৭ সদস্য বড় পরিবার বাবার একার আয়ে চালাতে কষ্টসাধ্য ছিল। তাই পড়াশোনা, কাজ আবার পড়াশোনা—এভাবেই চলেছে অনেকটা পথ তাঁর। সব বাধা অতিক্রম করে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়ে দেন কামরুল।
পড়াশোনার প্রতি তাঁর এই অদম্য ইচ্ছা ও মেধা শক্তিকে বিবেচনায় নিয়ে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তির জন্য নির্বাচন করা হয়। এই শিক্ষাবৃত্তি সহায়তায় ফিরোজ মিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টি থেকে ফিন্যান্স বিভাগে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছেন কামরুল। সম্প্রতি তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে হিসাবরক্ষক পদে নিয়োগ পেয়েছেন।
কামরুল হাসান বলেন, ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এইচএসসি থেকে স্নাতক পর্যায় দীর্ঘ শিক্ষাজীবনে আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্ন ধরনের পরামর্শ পেয়েছি, তা না পেলে আমার জীবনসংগ্রাম আরও কঠোর থেকে কঠোরতর হতো। আমি ব্র্যাক ব্যাংক ও প্রথম আলোর নিকট চিরকৃতজ্ঞ। আমি আরও অনেক দূর যেতে চাই।’