রিফাত ইসলামের ঈদ আগে রঙিন ছিলো না। কিন্তু এখন প্রতিটি ঈদ বাড়তি আনন্দের। সময়ের পরিক্রমায় রিফাতের মলিন ঈদ সজীব হয়েছে । সময়ের হাত ধরে ভবিষ্যতে ঈদ আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নিতে চান তিনি।
কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থী রিফাত ইসলাম বলেন,‘ঈদ নিয়ে আমার তেমন কোন বাড়তি আগ্রহ ছিলো না। কেননা পড়াশোনায় ভালো ফলাফল সত্ত্বেও ভবিষ্যৎ ছিলো অনিশ্চিত। ২০২১-২২ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাই। তাই এবারের ঈদটা আমার অন্য রকম কাটবে।’
রিফাত ইসলামের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায়। হাকিমপুর সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন তিনি। রিফাতের বাবা মো. আমিন ইসলাম পেশায় একজন মুদি দোকানদার। রিফাত বলেন, ‘২০১৯ সালে আমি ব্র্যাক ব্যাংক– প্রথম আলো ট্রাস্ট শিক্ষাবৃত্তি পাই। এই বৃত্তির টাকা দিয়েই আমি আমার উচ্চমাধ্যমিক পর্যায় পড়াশোনা চালিয়ে যাই। গ্রামের কলেজ হওয়ায় সব টাকা খরচ হতো না বলে কিছু টাকা জমিয়ে ছিলাম এইচএসসি পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। এই বৃত্তিটি আমার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিল।’ ব্র্যাক ব্যাংক- প্রথম আলো ট্রাস্ট শিক্ষাবৃত্তিপ্রাপ্ত রিফাত ইসলাম ভবিষ্যতে একনজন মানবিক ডাক্তার হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চান। প্রতি মাসে একবার হলেও নিজ গ্রামে এসে বিনা মূল্যে মানুষের চিকিৎসা সেবা দিতে চান তিনি।