অদম্য সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন
বসতভিটা ছাড়া নিজেদের বলতে আরও কোন জমি নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বাবা। করোনার সময় তিনিও চলে যান না ফেরার দেশে। কিন্তু পথ হারান নি অদম্য সাকিব আহম্মেদ। অভাব– অনটন ও দুঃখ–কষ্টকে পাশ কাটিয়ে শিক্ষার পথ ধরে সফল হয়ছেন তিনি। ভর্তি পরীক্ষার বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন সাকিব।
পঞ্চগড় সদরের ধাক্কামারা ইউনিয়নের মীরগড় পূর্বপাড়া এলাকার বাসিন্দা সকিব আহম্মেদ ২০২১ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পান। কিন্তু একই সালে বাবাকে হারিয়ে অকূল পাথারে পড়েন তিনি। সাকিব আহম্মেদের বাবা আনসারুল হক পেশায় ছিলেন ট্রাকচালক। জীবনের এই সংকটকালীন সময়েও পিছপা হননি সাকিব। মানবিক বিভাগে ভর্তি হন ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। পরে তাঁকে নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। দেওয়া হয় ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি’। ২০২৩ সালে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষায়ও সাফল্য ধরে রাখেন তিনি। জিপিএ-৫ পান। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।
এ প্রসঙ্গে সাকিব আহম্মেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন পূরণ হয়েছে। সমাজকল্যাণ কিংবা বাংলা বিভাগে পড়তে চাই। ভবিষ্যতে উচ্চশিক্ষা শেষ করে মানুষের পাশে থাকবো এই স্বপ্ন দেখি।’
উল্লেখ্য, এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৬ তম স্থান অর্জন করেছেন সাকিব।
সাকিব আহম্মেদের স্বপ্নপূরণের পথে আবারও পাশে দাঁড়িয়েছে ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট’। তিনি স্নাতক পর্যায়েও এই শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হয়েছেন।