মা দিবসে মাকে নিয়ে বর্ষার রানীর আবেগঘন অনুভূতি

বিশ্ব মা দিবসে এ বছর গরবিনী মা সম্মাননা পেয়েছেন ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত বর্ষা রানীর মা শ্রীমতী শৈল বালা। মায়ের পুরস্কার প্রাপ্তিতে নিজের ফেসবুকে অনুভূতি প্রকাশ করেছেন মেয়ে বর্ষা রানী। বর্ষা রানী বর্তমানে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ইনস্ট্রাক্টর পদে কর্মরত। পড়ুন মাকে নিয়ে তাঁর অনুভূতির কথাগুলো।

অদম্য মেধাবী বর্ষা রানী ও গরবিনী মা সম্মাননা প্রাপ্ত তাঁর মা শ্রীমতী শৈল বালা (সর্ব ডানে)।

মা স্বাক্ষর করতে পারত না বলে প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় আমাকে উপবৃত্তি দিতে চাইত না। কিংবা কখনো কখনো সবাইকে দেওয়া হয়ে গেলে সবার শেষে বিশেষ বিবেচনায় আমাকে উপবৃত্তি দেওয়া হতো। অভিভাবকে জনাকীর্ণ বিদ্যালয় মাঠ যখন জনশূন্যে পরিণত হতো তখন পড়ন্ত বেলায় কেবল আমরা মা-মেয়ে ফিরতাম উপবৃত্তির টাকা ক'টা হাতে নিয়ে। তখন কে জানত নিরক্ষর এই মা কখনো তাঁর এই মেয়ের জন্য গরবিনী মায়ের সম্মাননা পাবে?

মাকে নিয়ে কোনোদিন কিছু লিখিনি। কিংবা কোন মা দিবসেও মায়ের প্রশস্তি গাওয়া হয়নি কখনো। কিংবা বলা হয়নি মা তোমাকে ভালবাসি। তবে এ বার সেই সুযোগ করে দিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তারা প্রতি বছরের ন্যায় এ বছরেও বিশ্ব মা দিবসে আয়োজন করেছে মায়েদের জন্য বিশেষ সম্মাননা 'গরবিনী মা অ্যাওয়ার্ড ২০২৫ '। সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১২ জন সুনাগরিকের মাকে এ সম্মাননা দেওয়া হয়। প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, প্রকৌশল, সংগীত, চলচ্চিত্রসহ মোট দশটা ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়। তার মধ্যে একটি বিশেষ ক্যাটাগরি অদম্য মেধাবী ক্যাটাগরি। যাপিত জীবনে প্রতিনিয়ত প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যারা সাফল্য অর্জন করে এবং প্রথম আলো ট্রাস্ট ও ব্র্যাক ব্যাংক কর্তৃক অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তির সহায়তায় যারা পড়াশোনা সম্পন্ন করে তাদের মধ্য থেকে একজনকে দেওয়া হয় এই সম্মাননা। সেই ক্যাটাগরিতে একজন অদম্য মেধাবীর মা হিসেবে মা পেল আজকের এই বিশেষ সম্মাননা।

‘গরবিনী মা’ সম্মাননা গ্রহণ করছেন অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত বর্ষা রানীর মা শ্রীমতী শৈল বালা।

গত রোববার মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে ‘গরবিনী মা-২০২৫’ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি ছিল গরবিনী মা সম্মাননার যুগপূর্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

আমি সত্যি অভিভূত এবং আপ্লুত! কৃতজ্ঞতা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, কৃতজ্ঞতা প্রথম আলো।

সম্মাননা পাওয়া মায়েরা হলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজের মা মনোয়ারা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ রেজাউল করিমের মা রেজীয়া বেগম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য মোহাম্মদ তানজীমউদ্দিন খানের মা রেজিয়া খাতুন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার মা আয়েশা আক্তার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার কাজী নুসরাত এদীবের মা ফরিদা আফরোজা, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান সরদার এ নাঈমের মা রাজিয়া কাদের, প্রকৌশলী এ কে এম সাইফুল বারির মা হাজেরা বেগম, বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের ডেপুটি হেড অব নিউজ মো. মাহফুজুর রহমানের মা রাজিয়া খাতুন, সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার মা লুৎফুন্নাহার লুৎফা, অভিনেত্রী সুমাইয়া শিমুর মা লায়লা রহমান, অভিনেতা আবদুন নূর সজলের মা কানিজ ফাতেমা এবং ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত বর্ষা রানীর মা শ্রীমতী শৈল বালা।

এত এত গুণী ও খ্যাতিসম্পন্ন মানুষের মায়ের নামের পাশে আমার মতো এত নগণ্য ও তুচ্ছ মানুষের মায়ের নাম থাকা এবং একই মঞ্চে পাশাপাশি আসনে বসা,এটা আমার জন্য এবং আমার মায়ের জন্য সত্যি অনেক সৌভাগ্যের, আনন্দের এবং গৌরবের। আমি সত্যি অভিভূত এবং আপ্লুত! কৃতজ্ঞতা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, কৃতজ্ঞতা প্রথম আলো।