‘আমি নিজেকে গর্বিত মনে করছি’

পুরস্কার প্রাপ্ত একজনের হাতে বই তুলে দিচ্ছে অদম্য মেধাবী স্বেচ্ছাসেকব মীর সম্রাট।

প্রথম আলোর দুই যুগের সঙ্গে পাঠকদের অংশগ্রহণ একটি মিলনমেলায় পরিণত হয়েছিল। দিনটি ছিল ৪ নভেম্বর ২০২২। অনেকগুলো অনুষ্ঠানে আমার থাকার এবং কাজ করার সৌভাগ্য হয়েছে। তবে প্রথম আলো ট্রাস্টের স্টলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার অভিজ্ঞতা ছিল একদম নতুন।

পাঠক উৎসব অনুষ্ঠানে আমার দিনটা শুরু হয় উপহারের বইগুলো স্টলে নিয়ে আসার মধ্যদিয়ে। বলে রাখা ভালো, প্রথম আলো ট্রাস্টের স্টলে পাঠকদের জন্য প্রথম বারের মতো ২টি খেলা রাখা হয়। এর মধ্যে একটি হলো কুইজ এবং অন্যটি তীর নিক্ষেপ। দুটি প্রতিযোগিতায় পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছিল। বিজয়ীদের বই , চকলেট এবং কিশোর আলোর ম্যাগাজিন পুরস্কার হিসেবে প্রদান করা হয়। স্টলে আমরা অদম্য মেধাবী স্বেচ্ছাসেবক ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও চিকিৎসক মোহিত কামাল স্যার এবং অধ্যাপক সুলতানা আলগিন ম্যাম।

অদম্য মেধাবী স্বেচ্ছাসেকব মীর সম্রাট।

প্রথম আলো ট্রাস্টের একজন অদম্য মেধাবী শিক্ষার্থী হিসেবে স্টলে থেকে কাজ করতে পেরেছি, এটা আমার জন্য একটা সুযোগ। ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে পাঠকদের জানাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।

সবশেষে ধন্যবাদ জানাতে চাই প্রথম আলো ট্রাস্ট তথা প্রথম আলোকে যাদের বদৌলতে আমরা এমন একটি আনন্দঘন অনুষ্ঠানের অংশ হতে পারলাম।