‘আমার স্কুল থেকে আমি একা এই পুরস্কার পেয়েছি’

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তির মাধ্যমে আনন্দমোহন কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন রাজা তালুকদার।

‘বাংলাদেশ সরকারের ‘পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন’ এর আওতায় ধরমপাশা উপজেলার ‘উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার’ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছি। এই মাসে পুরস্কার হস্তান্তর করা হবে বলে শুনেছি। এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ধরমপাশা উপজেলা থেকে আমিসহ ১০ শিক্ষার্থীকে এই পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে । আমার স্কুল (মমিন উচ্চ বিদ্যালয়) থেকে আমি একা এই পুরস্কার পেয়েছি।’ এভাবেই নিজের কথা ব্যক্ত করলেন ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী তহবিলের শিক্ষাবৃত্তি পাওয়া সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার রাজা তালুকদার।

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তির মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন রাজা তালুকদার।

রাজা তালুকদারের বাড়ি বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হাতপাটন গ্রামে। ২০২০ সালের এসএসসি পরীক্ষায় তিনি ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা মমিন উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায়ী শিক্ষা শাখায় জিপিএ-৫ পান। এর আগে ২০১৪ সালে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৪.৭৯ পেয়েছিলেন।

রাজা তালুকদারের বাবা পীযুষ তালুকদার গ্রাম পুলিশের দফাদার পদে চাকরি করেন। মা বীনা রানী তালুকদার গৃহিনী। বাবা চাকরি করে যা বেতন পান তা দিয়ে সংসার চলে না। তাই অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেন। আর তা দিয়ে দুবেলা কোনোরকমে খেয়ে না খেয়ে চলে তাঁদের পাঁচ সদস্যের সংসার। সুযোগ পেলেই বাবার সেই কৃষি কাজে সহায়তা করেন মেধাবী শিক্ষার্থী রাজা তালুকদার। ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তির মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি।

রাজা তালুকদার ময়মনসিংহ আনন্দমোহন কলেজের শিক্ষার্থী। ২০২২ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তিনি। আশা করছেন, এইচএসসিতেও সাফল্য ধরে রাখতে পারবেন।