স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন অদম্য শফি কামাল

অদম্য মেধাবী শফি কামাল

শফি কামাল ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন। স্বপ্ন দেখতেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হবেন। কিন্তু পারিবারিক আর্থিক অনটন স্বপ্ন পূরণের পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অদম্য মনোভাব ও কঠোর পরিশ্রমের কারনে পড়াশোনায় সফল হয়েছেন শফি কামাল। স্বপ্নপূরণের পথে ভালোভাবে এগিয়ে চলেছেন তিনি।

শফি কামাল চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার আজাইপুর (আবুরাজপাড়া) মহল্লার বাসিন্দা।   ২০২০ সালে এসএসসি পরীক্ষায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পান তিনি। আর্থিক অসঙ্গতির কারনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনায় অনিশ্চয়তা দেখা দেয়। শফি কামাল এইসএসসি পর্যায়ে সানিডেইল স্কুল-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে বৃত্তি পান। ভালো ফলের ধারাবাহিকতা বাজায় থাকে উচ্চমাধ্যমিক পর্যায়ে। ২০২১ সালে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পান তিনি। বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েটে) নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যায়ন করছেন শফি কামাল। অদম্য মনোভাব ও ভালো ফলাফল বিবেচনা করে শফি কামালকে স্নাতক পর্যায়েও ব্র্যাক ব্যাংক ও প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তিতে অন্তর্ভুক্ত করা হয়।

এ প্রসঙ্গে শফি কামাল বলেন, ‘প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি আমার শিক্ষাজীবনকে মসৃণ করেছে। বিশেষ করে করোনার সময়ে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বৃত্তির টাকায় সেই সময় আমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম সংগ্রহ করছি। আমি বর্তমানেও  ব্র্যাক ব্যাংক–প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি পাচ্ছি। আমি এই দুই প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞ।’

শফি কামাল  ভবিষ্যতে নেভাল আর্কিটেকচারে উচ্চতর ডিগ্রি নিতে দেশের বাইরে পড়াশোনার স্বপ্ন দেখেন।