জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৮০ তম হয়েছেন অদম্য হাফিজুর

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল’ থেকে শিক্ষা বৃত্তিপ্রাপ্ত হাফিজুর রহমান আরাফাত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাফল্য ধরে রেখেছেন।

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের অদম্য মেধাবী হাফিজুর রহমান আরাফাত। ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল’ থেকে শিক্ষাবৃত্তি পেয়ে এইচএসসি পর্যায়ে পড়াশোনা করেছেন। এ বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও সাফল্য ধরে রেখেছেন। ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বি-ইউনিটে ৮০ তম হয়েছেন। এ ছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩০৬ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭১৯ তম হয়েছেন। হাফিজুরের ইচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগে পড়বেন। সেমতে বিষয় নির্বাচনের ফরম পূরণ করেছেন।

২০১৫ সালে হাফিজুরের মা রোজিনা আক্তার অসুস্থ হলে চিকিৎসার জন্য ভিটেমাটি বিক্রি করতে হয়। এরপর গৌরনদী বাসস্ট্যান্ডের ইজারা করা জমিতে মাথা গোঁজার ঠাঁই হয়। হাফিজুর রহমানের বাবা মনিরুজ্জামান সরদার গৌরনদীতে রেডিও মেরামতের কাজ করে সংসার চালান।

হাফিজুর ছোট থেকেই মেধাবী ছিলেন। ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সে বৃত্তি পায়। এরপর অভাবের দরুন পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। তখন স্কুলের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়ে তাকে ফিরিয়ে আনা হয়। এভাবে পড়াশোনা করে ২০২১ সালে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হলে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। তারপর তাঁকে ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়। বৃত্তি সহায়তায় পড়াশোনা করে ২০২৩ সালে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষায় সরকারি গৌরনদী কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পান। ধারাবাহিক এই সাফল্য বিবেচনায় তাঁকে স্নাতক পর্যায়েও শিক্ষাবৃত্তির জন্য নির্বাচন করে অদম্য মেধাবী তহবিল।

হাফিজুর বলেন, ‘আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই। এই সহযোগিতা না পেলে হয়তো আমি এ পর্যায়ে আসতে পারতাম না। এখন আমার একটাই প্রত্যাশা, ভালোভাবে পড়াশোনা করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনা এবং সমাজের উন্নয়নে কাজ করার।’