রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার শুরু হয়েছে জিপিএইচ ইস্পাত-প্রথম আলো বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব। উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি ও ভর্তি সংক্রান্ত নানা তথ্য-উপাত্ত নিয়ে এই আয়োজন। দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিন প্রথম আলো ট্রাস্টের স্টলে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছি। একজন গর্বিত অদম্য মেধাবী হিসেবে তুলে ধরছি আমার অভিজ্ঞতা।
প্রথম আলো আয়োজিত এই উৎসবে দেশের ৩৪ টি বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ কাউন্সিল, ইএমকে সেন্টার ও তেজগাঁও কলেজ অংশ নিয়েছে। এতে স্টল আছে মোট ৪৫ টি। এ ছাড়া বিভিন্ন তথ্য ও সেবা নিয়ে আছে জিপিএইচ ইস্পাত, টিভিএস, প্রথমা, চরকি, ইউসিসি, প্রথম আলো ট্রাস্ট, রকমারি, এডভাইব, ক্যারিয়ার কী, বন্ধুসভা ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের স্টল।
উৎসবে প্রথম আলো ট্রাস্টের স্টলে ছিল নানা আয়োজন। স্টলে আগত দর্শনার্থীদের প্রথম আলো ট্রাস্টের নানা কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। অদ্বিতীয়া ও অদম্য মেধাবী শিক্ষাবৃত্তির নানা বিষয়ে তথ্য প্রদান করা হয়। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় মজার পিং পং কুইজ খেলা। এ পর্বে টেনিস ব্যাট ও বল দিয়ে পিং পং খেলতে খেলতে মাদক বিষয়ক ১৫টি প্রশ্ন করা হয়। সর্বোচ্চ উত্তরদাতাকে বিশিষ্ট লেখকেদের বই উপহার প্রদান করা হয়। এতে দর্শকদের মাঝে তৈরি করে অন্যরকম আমেজ। অন্যদিকে প্রথম আলো ট্রাস্টের কার্যক্রমের ওপর তৈরি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কুইজে মাদকাসক্তি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে দর্শনার্থী রাকিব উদ্দীন, লিমন ইসলাম, ইশতিয়াক খান, মাহিন, মো. ইব্রাহিম, গোলাম মাহমুদ, অন্তর, হিমেল এবং মৃদুল জিতে নেয় ৯টি বই।
প্রথম আলো ট্রাস্টের স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিল অদম্য মেধাবীদের একাংশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করে সাদিয়া ইসলাম রাকা, তিতুমীর কলেজ থেকে হান্নান শাহ্ ও স্বপ্না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মো. শহিদুল ইসলাম সৈকত এবং ঢাকা কলেজ থেকে আরও দুজন। সবার স্বতঃস্ফূর্ত: স্ফূর্ত অংশগ্রহণে প্রথম আলো ট্রাস্ট স্টল পেয়েছিল আনন্দমুখর পরিবেশ।
উল্লেখ্য, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব খবর একই স্থান থেকে পৌঁছে দেওয়ার জন্য প্রথম আলো আয়োজন করছে ‘বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব’। ২৩-২৪ জুলাই দুই দিনব্যাপী এই আয়োজনর আজকে চলছে দ্বিতীয় দিন।