অদম্য মাসকুরা জাহান বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন
শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বালুঘাট এলাকার মাসকুরা জাহান ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বিশ্ববিদ্যালয়ে পড়বেন। কিন্তু পরিবারের অর্থ সঙ্কট তার স্বপ পূরনের পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। পরিবারের অর্থ সঙ্কটের মধ্যেও মাসকুরা জাহান পড়লেখা বন্ধ করেননি। অদম্য মাসকুরা জানান ২০২৩– ২০২৪ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।
মাসকুরা জানানের বাবা হাবিবুল্লাহ পেশায় অটো রিকশা চালক। তাঁর চার মেয়ে এক ছেলে সবাই পড়াশোনা করছেন। বড় মেয়ে উম্মে হাফসা জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর স্বল্প আয়ে সন্তানদের পড়ালেখার খরচ ও সংসারের ব্যয় নির্বাহ সম্ভব হয় না। কথা প্রসঙ্গে মাসকুরা জাহান বলেন, ‘২০২১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পাওয়ার পরও আমার কলেজে ভর্তি অনিশ্চিত ছিল। উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়ালেখার জন্য ‘ব্র্যাক ব্যাংক– প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি’ পাই। এই বৃত্তি না পেলে মেসে থেকে শেরপুর সরকারি কলেজে পড়াশোনা করতে পারতাম না।’
উচ্চমাধ্যমিক পর্যায়েও মাসকুরা ভালো ফল করেন। তিনি ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় শেরপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হন। এবছরের সমন্বিত গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩,৮৬৩ তম স্থান পেয়েছেন মাসকুরা। ভবিষ্যতে উচ্চ শিক্ষা শেষ করে মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।
উল্লেখ্য, মাসকুরা জাহানের স্বপ্নপূরণের পথে আবারও পাশে দাঁড়িয়েছে ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট’। তিনি স্নাতক পর্যায়েও এই শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হয়েছেন।