তথ্য ও প্রযুক্তিতে দক্ষ করা এবং একাডেমিক কাজে সহায়তার জন্য স্নাতক পর্যায়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ করা হয়েছে। আজ ২৮ জুন শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ে এক পুনর্মিলনী ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট। অনুরণের সহায়তায় বৃত্তি পাওয়া ৮ জন শিক্ষার্থীকে দেওয়া হয় এই ল্যাপটপ। পরীক্ষা থাকার কারণে দুজন উপস্থিত হতে পারেনি। কুরিয়ারের মাধ্যমে এই দুজনের ল্যাপটপ পাঠিয়ে দেওয়া হবে। অনুষ্ঠানে নতুন ও পুরোনো ব্যাচের মোট ১৬ জন শিক্ষার্থীদের উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অনুরণের কার্যকরী সদস্য প্রবাসী ডা. শাহেদ ইকবাল, প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়ার (পিএইচএ) ট্রাস্টি ওমর শরীফ, থিয়েটার অ্যাকটিভিস্ট ও শিক্ষক তৌফিকুল ইসলাম ইমন, অভিনেতা শাহেদ আলী, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও প্রথম আলো ট্রাস্টের ট্রাস্টি আনিসুল হক, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা, সহকারী ব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন ও নির্বাহী শামীম আহমেদ উপস্থিত ছিলেন।
ডা. শাহেদ ইকবাল বলেন, পড়াশোনার পাশাপাশি নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এবং ভালো মানুষ হতে হবে।
আনিসুল হক বলেন, শিক্ষা খাতে বিনিয়োগ হলো সবচেয়ে বড় বিনিয়োগ। এটা ব্যক্তি থেকে সমাজ তথা দেশকে পরিবর্তনে সহায়তা করে।
মুনির হাসান বলেন, তোমরা অনেক সংগ্রাম করে এ পর্যন্ত এসেছ। তাই নিজের পরিবর্তনের সঙ্গে পাশের মানুষকে পরিবর্তন করতে হবে। পড়াশোনার পাশাপাশি মানুষে্ররৃ পাশে দাঁড়াতে হবে। এই মহতী উদ্যোগে যারা জড়িত তাঁদের ধন্যবাদ জানান তিনি।
এ ছাড়া অভিনেতা শাহেদ আলী ও শিক্ষক তৌফিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক কথা বলেন। উপস্থিত শিক্ষার্থীরা তাঁদের ভবিষ্যৎ লক্ষ্য ও মতামত তুলে ধরেন।
যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. শাহেদ ইকবাল ও তাঁর বন্ধুপ্রতিম ব্যক্তিদের সহায়তায় ২০১৮ সাল থেকে প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী তহবিলে অনুদান দিয়ে আসছেন। তাঁদের সংগঠন ‘সাঁকো’ ও ‘অনুরণ’ এর মাধ্যমে ২০২৫ পর্যন্ত মোট ৪০ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে স্নাতক (সম্মান) পর্যায়ে সহায়তা প্রদান করা হয়েছে।