পাঠক উৎসবে আমাদের অদম্য মেধাবীরা

ট্রাস্টের স্টলে উপচে পড়া পাঠকদের নানা প্রশ্নের উত্তর, খেলা ও কুইজ পরিচালনা করছে অদম্য মেধাবীরা।

প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৪ নভেম্বর শুক্রবার পাঠকদের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল পাঠক উৎসবের। সেদিন সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে জমজমাট এ আয়োজনটি। নানা বয়স, শ্রেণি ও পেশার মানুষের পদচারণে উৎসবটি হয়ে ওঠে পাঠকের মিলনমেলায়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠক উৎসবকে কেন্দ্র করে প্রথম আলো ট্রাস্টের ছিল নানা আয়োজন। প্রথম আলো ট্রাস্ট কী কী কার্যক্রম করে, সেটা জানাতে ও পাঠকদের সঙ্গে সংযোগ বাড়াতে দিনব্যাপী চলে এ আয়োজন। প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্ত অদম্য মেধাবীদের ১১ জনের স্বেচ্ছাসেবক দল পরিচালনা করে এ সব কার্যক্রম। তাদের কাজে সার্বিক সহযোগিতা করে ট্রাস্টের কর্মীগণ।

ক্ষুদে শিক্ষার্থীর হাতে উপহার তুলে দিচ্ছে অদম্য মেধাবী রিপন মন্ডল।

পূর্ব পরিকল্পনা মতো সকাল থেকেই আমাদের অদম্য মেধাবী স্বেচ্ছাসেবকেরা নিজ নিজ কাজ নিষ্ঠার সঙ্গে পালন করেছে। কেউ পাঠকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছে, কেউবা কুইজ পরিচালনা করছে। আবার কেউ একজন ডার্ট বোর্ড খেলতে পাঠকদের সহযোগিতা করছে। এভাবে বিকেল পর্যন্ত খেলার আয়োজন, কুইজ পরিচালনা, পুরস্কার প্রদানসহ স্টল পরিচালনা করে তারা।

পুরস্কার প্রাপ্ত একজনের হাতে বই তুলে দিচ্ছে অদম্য মেধাবী মীর সম্রাট।

অদম্য মেধাবী শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক কাজের দায়িত্বে পালন করে রবিউল ইসলাম, জহিরুল ইসলাম, রিপন মণ্ডল, রোকসানা আক্তার, শরিফ আহমেদ, মো. হান্নান, স্বপ্না আক্তার, মীর সম্রাট, আয়াতুল্লাহ মৃধা, শাহাদাত হোসেন, শহিদুল ইসলাম। এ ছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সদ্য যোগদানকৃত প্রভাষক চন্দ্র শেখর চৌহান ও ৪০তম বিসিএসে অ্যাডমিন ক্যাডারভুক্ত হওয়া রিজভী আহমেদ সবুজ উপস্থিত থেকে আনন্দ ভাগাভাগি করে নেয়।

আমরা সবাই মিলে একটা পরিবার। তাই যেকোনো আয়োজনে আমরা একত্র হই মনের টানে। এই বন্ধন টিকে থাকুন আজীবন।