মেহেদী হাসান সাজ্জিম স্নায়ুরোগ বিশেষজ্ঞ হতে চান

খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী অদম্য মেধাবী মেহেদী হাসান সাজ্জিম।

মেহেদী হাসান সাজ্জিম খুলনা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি বিতর্ক করতে ভালোবাসেন। আর স্বপ্ন দেখেন ভবিষ্যতে স্নায়ুরোগ বিশেষজ্ঞ হয়ে মানুষের সেবায় নিজেকে যুক্ত করবেন। অদম্য মেধাবী মেহেদী হাসানের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামে। তাঁর বাবা মুক্তার আলী। পেশায় পরিবহন শ্রমিক। তিনি বলেন, ‘পরিবহন শ্রমিক হিসেবে আমার যে আয় তা দিয়ে সংসার চালানো কষ্টকর। সাজ্জিমের পড়াশোনার ব্যয় নির্বাহ করা আমার পক্ষে সম্ভব ছিল না। প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ। প্রতিষ্ঠানটি সাজ্জিমকে শিক্ষা বৃত্তি দিচ্ছে। এখন স্বপ্ন দেখি ডাক্তার হয়ে আমার সন্তান মানুষের সেবা করবে।’  

প্রসঙ্গত, কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পান মেহেদী হাসান। পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রাপ্ত হন তিনি। ২০২১ সালে সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পান। ২০২২ সালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান সাজ্জিম। ধারাবাহিক সফলতার জন্য তাঁকে স্নাতক পর্যায়েও ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট শিক্ষাবৃত্তি দেওয়া হয়। মাইগ্রেশন করে বর্তমানে খুলনা মেডিকেল কলেজে পড়াশোনা করছেন সাজ্জিম।