অদম্য মেধাবী তহবিলে সানিডেইল স্কুলের শিক্ষার্থীদের ৫ লাখ টাকার আর্থিক অনুদান

আজ মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে সানিডেইল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী তহবিলে পাঁচ লাখ টাকার চেক প্রদান করে। আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক গ্রহণ করেন প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান ও বার্জার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।

‘আমরা তো অনেক ভাগ্যবান। অনেক কিছুই আমরা না চাইতেই পেয়ে যাচ্ছি। কিন্তু বাংলাদেশে আমাদের বয়সী অনেকেই আছে, যারা অর্থের অভাবে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই সামান্য অনুদান আমরা প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী তহবিলে প্রদান করছি। এই অনুদানে একজন শিক্ষার্থীও যদি শিক্ষার সুযোগ পায়, তা আমাদের প্রাণিত করবে।’ বলছিল সানিডেইল স্কুলের শিক্ষার্থী আয়ান জাহিন হোসেন।

আজ মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে সানিডেইল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী তহবিলে পাঁচ লাখ টাকার চেক প্রদান করে। আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক গ্রহণ করেন প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান ও বার্জার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক ও প্রথম আলো ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মতিউর রহমান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও প্রথম আলো ট্রাস্টের ট্রাস্টি আনিসুল হক, সানিডেইল স্কুলের অধ্যক্ষ জেবুন্নেসা মাহমুদ, সহকারী শিক্ষক অমেলা আখতার,রুখসানা আহমেদ ও প্রথম আলো ট্রাষ্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা।

সানিডেইল স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে প্রথম আলো সম্পাদক ও প্রথম আলো ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মতিউর রহমান।

সানিডেইল স্কুলের শিক্ষার্থীদের পক্ষে আয়ান জাহিন হোসেন, রিফায়া মাহরীন মানহা, জুহানা নাজিবা ইমাম, মার্জিয়া ফেরদৌসী মাহবুব, শ্রেয়ান চ্যাটার্জি, অভিনব সুহৃদ ও কাজী নুমায়ের আহমেদ চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিল। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের সময় প্রাপ্ত সেলামি থেকে সানিডেইল স্কুলের সব শিক্ষার্থী একটি তহবিল সংগ্রহ করে। শিক্ষার্থীদের সিদ্ধান্ত অনুযায়ী প্রাপ্ত তহবিল প্রথম আলো ট্রাস্টে প্রদান করা হয়।

প্রথম আলো ২০০৭ সাল থেকেই অদম্য মেধাবীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। তবে ২০০৯ সালে প্রথম আলো ট্রাস্ট গঠনের পর থেকে এটি নিয়মিতকরণ করা হয়। ২০১০ সালে ব্র্যাক ব্যাংকের যুক্ত হওয়ার মধ্য দিয়ে এর পরিধি বাড়ে। ব্র্যাক ব্যাংক পিএলসি ও অন্য দাতাদের সহযোগিতায় ২০২৩ সাল পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত মোট অদম্য মেধাবীর শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২৯০। এর মধ্যে ব্র্যাক ব্যাংকের সহায়তায় মোট ৯৯৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। এ ছাড়া অন্যান্য দাতা সংস্থা ও ব্যক্তির সহযোগিতায় ২৯৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বর্তমানে ২৫৪ জন অদম্য মেধাবী শিক্ষার্থী বৃত্তি পাচ্ছেন।