বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সফল তিথি সাহা, পেলেন ১০২ তম স্থান
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তিথি সাহা ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিলেন মনোযোগী। পারিবারিক আর্থিক অনটনের কারনে বারবার সমস্যায় পড়েছেন। নানা প্রতিকূলতা মোকাবেলা করে অব্যাহত রেখেছেন পড়াশোনা। ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিথি। গুচ্ছ বিশবিদ্যালয় ভর্তি পরীক্ষায় ১০২ তম স্থান অর্জন করেছেন তিনি।
ছোটবেলা থেকেই মেধাবী তিথি সাহা ২০২১ সালের এসএসসি পরীক্ষায় রায়গঞ্জের ধানগড়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হন। কিন্তু আর্থিক অসঙ্গতির কারনে কলেজে পড়া নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। তাঁর পারিবারিক অবস্থা বিবেচনা করে ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল’ থেকে দেওয়া হয় অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও পান জিপিএ-৫।
তিথি সাহা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই বোনের মধ্যে ছোট তিনি। সম্বল বলতে বসতভিটা আর সামান্য একটু চাষের জমি। কয়েক বছর আগে হঠাৎ একদিন তাঁর বাবা গুপীনাথ সাহা সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর বাবার চিকিৎসা ও সংসার চালানো নিয়ে সমস্যায় পড়ে পুরো পরিবারটি। লেখাপড়ার খরচ মেটাতে হিমশিম খেতে হয় তাদের। তবুও নিজের মেধা ও ইচ্ছাশক্তির কারনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আরও বড় স্বপ্ন দেখছেন তিথি।
তিথি সাহা বলেন, ‘সমন্বিত ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১০২তম স্থান পেয়েছি। ভবিষ্যতে আইন বিষয়ে উচ্চতর পড়াশোনা করতে চাই। ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি না পেলে আমি এ পর্যন্ত আসতে পারতাম না।’
উল্লেখ্য, তিথি সাহার স্বপ্নপূরণের পথে আবারও পাশে দাঁড়িয়েছে ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট’। তিনি স্নাতক পর্যায়েও এই শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হয়েছেন।