বাধা অতিক্রম করেই আত্মবিশ্বাসী হয়েছেন চা-বাগানের সিবাই যাদব

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষা বৃত্তিপ্রাপ্ত চা-বাগানের ছেলে সিবাই যাদব। পরিশ্রম করে সফল হয়েছেন।

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষা বৃত্তিপ্রাপ্ত সিবাই যাদবের জন্ম মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানে। তাঁর বাবা অনত যাদব শমশেরনগর চা বাগানের গাড়ি চালক ছিলেন। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৯ সালে জুনে পরলোক গমন করেন। বাবার মৃত্যুর কয়েক মাস আগেই মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশনের লংলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। কিন্তু কলেজে ভর্তির আগে বাবা চলে যান না ফেরার দেশে। এমনিতেই অভাবের সংসার, তার ওপর একমাত্র উপার্জনকারী ব্যক্তির চলে যাওয়ায় একদম ভেঙে পড়েন সদ্য পাস করা সিবাই ও তার মা।

পরিবারের এমন পরিস্থিতিতে পাশে দাঁড়ায় ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল। সিবাইকে শিক্ষাবৃত্তির আওতায় আনে তহবিল। এই বৃত্তির মাধ্যমে পড়াশোনা করে এইচএসসিতে সাফল্য ধরে রাখেন তিনি। পরে তাঁকে স্নাতক পর্যায়েও শিক্ষাবৃত্তির জন্য নির্বাচন করে করা হয়। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট আব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগে অধ্যয়নরত। কীভাবে সিবাই এ অবস্থায় পৌঁছালেন সেই গল্প ওঠে আসে ১৩ নভেম্বর ২০২৩, সোমবার, বিকেল ৫টায় প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন ‘অদম্য মেধাবীর সঙ্গে’ অনলাইন অনুষ্ঠানে।

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষা বৃত্তিপ্রাপ্ত চা-বাগানের ছেলে সিবাই যাদব। পরিশ্রম করে সফল হয়েছেন।

সিবাই জানান, ‘পঞ্চম শ্রেণি পর্যন্ত বাড়িতে ছিলাম। পরে প্রাথমিক বিদ্যালয় পাস করা পর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশনের লংলা উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হই। চা-বাগান শ্রমিকদের সন্তানদের জন্য সব ফ্রি ছিল। সেখান থেকে এসএসসি পাস করার পর সুজা মেমোরিয়াল কলেজে ভর্তি হই।’

তিনি আরও জানান, ‘প্রথম থেকেই আমার আত্মবিশ্বাস ছিল ভালো কোথাও ভর্তি হতে পারব। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কৃষি গুচ্ছে সুযোগ পাই। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই।’

আইআইটি ভর্তি হয়েছেন, কি স্বপ্ন সামনে? এর উত্তরে সিবাই বলেন, ‘ছোট থেকেই কম্পিউটারের প্রতি আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই এ বিভাগে ভর্তি হয়েছি। আশা আছে, দেশ ও দেশের বাইরে কাজ করার।’

নিজের মনোবল সম্পর্কে সিবাই বলেন, ‘সব সময় আত্মবিশ্বাস থাকে যে, আমি অতিক্রম করতে পারব। যেকোনো পরিস্থিতি আসলে মোকাবিলা করতে পারব।’

এই মনোবলের সিক্রেট কি? এর উত্তরে বলেন, ‘আসলে কোন সিক্রেট নাই। ছোট থেকেই অনেক বাধা দেখেছি। সেগুলো অতিক্রম করেছি সময়ে সময়ে। সেটাই আত্মবিশ্বাস তৈরি করেছে।’

সিনিয়রের মতো করে জুনিয়রেরা কিভাবে মনোবল ধরে রাখবে, কি পরামর্শ দেবেন? এ ক্ষেত্রে সিবাই বলেন, ‘সব সময় নিজের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে। এটাই সব বাধা বিপত্তি অতিক্রম করতে সহায় হবে।’

সবার উদ্দেশ্যে সিবাই বলেন, ‘জীবনে যেকোনো পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখতে হবে। টিকে থাকলে সব করা যাবে। পরিশ্রম করতে হবে। এটাই সফলতার চাবিকাঠি।’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন ‘অদম্য মেধাবীর সঙ্গে’ অনলাইন এই অনুষ্ঠানটি একযোগে প্রচার করা হয় প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ইউটিউব চ্যানেল এবং প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ থেকে। সঞ্চালনায় ছিলেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা।