সাফল্য ধরে রাখলেন রায়গঞ্জের অদম্য মেধাবী মহুয়া সাহা

ব্র্যাক ব্যাংক ও প্রথম আলো ট্রাস্টের ‘আপরাজেয় তারা ’ শিক্ষাবৃত্তি পেয়ে সাফল্য ধরে রাখলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অদম্য মেধাবী মহুয়া সাহা।

সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অদম্য মেধাবী মহুয়া সাহা। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় তিনি উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। গত মঙ্গলবার (১৫ অক্টোবর) ফলাফল প্রকাশিত হয়। বর্তমানে মহুয়া সাহা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি গ্রহণ করতে ঢাকায় অবস্থান করছেন। ব্র্যাক ব্যাংক ও প্রথম আলো ট্রাস্টের ‘আপরাজেয় তারা ’ শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা করে এ সাফল্য ধরে রেখেছেন।

গতকাল শনিবার মুঠোফোনে কথা হয় তার সঙ্গে। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা গ্রামের জগন্নাথ সাহা ও হৈমন্তী সাহা দম্পতির বড় সন্তান মহুয়া সাহা। এ দম্পতির সংসারে আরও একজন মেয়ে ও একজন ছেলে রয়েছে। মহুয়ার ছোট বোন রাজেশ্বরী সাহা ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ছোট ভাইয়ের বয়স দুই বছর।

মহুয়া সাহা বলেন, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পর ইচ্ছে ছিল এইচএসসি পরীক্ষায়ও যেন এই সাফল্যের ধারা বজায় রাখতে পারি। ঈশ্বরের কৃপায় আমার ইচ্ছে পূরণ হয়েছে। স্বপ্ন পূরণে ব্র্যাক ব্যাংক ও প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি সহায়তা করেছে। আমার এই সাফল্যে বাবা-মা অনেক খুশি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন নিয়ে প্রস্তুতি নিচ্ছেন মহুয়া সাহা।

আমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করার। সেই উদ্দেশ্যে আমি ঢাকার বর্ণ অ্যাডমিশন কেয়ারে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি আশা করি, ঈশ্বরের কৃপায় ভর্তি পরীক্ষার ভালো ফলাফল অর্জন করে আমার মা-বাবা এবং যেসব শিক্ষকের আশীর্বাদে এতটুকু আসতে পেরেছি তাদের মুখ আবারও উজ্জ্বল করতে পারব।

এর আগে মহুয়া সাহা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতেও তার ফলাফল ভালো হয়েছিল। মহুয়ার বাবা জগন্নাথ সাহা বলেন, মেয়ের পড়ালেখার জন্য প্রথম আলো ট্রাস্টের দেওয়া বৃত্তি অনেক উপকারে লেগেছে। মহুয়ার মা হৈমন্তী সাহা বলেন, প্রথম আলোর কল্যাণে আমার মেয়ে যেন ভালো কিছু করতে পারে এ আশীর্বাদ সবার কাছে চাই।