ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি চুক্তি স্বাক্ষর
নারী শিক্ষা ও ক্ষমতায়নে ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি প্রদান করবে ব্র্যাক ব্যাংক ও প্রথম আলো ট্রাস্ট। এ উপলক্ষে ব্র্যাক ব্যাংক পিএলসি ও প্রথম আলো ট্রাস্টের মধ্যে পাঁচ বছর মেয়াদি এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। ২৮ নভেম্বর ২০২৩ তারিখে বিকেল ৪টায় প্রথম আলোর কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ব্র্যাক ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির ডিএমডি অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন এবং হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর। প্রথম আলো ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন ট্রাস্টের সভাপতি রূপালী চৌধুরী এবং সমন্বয়ক মাহবুবা সুলতানা। এ সময় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ দুই পক্ষের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংক ও প্রথম আলো ট্রাস্ট ‘অপরাজেয় তারা’ চুক্তির আওতায় দরিদ্র পরিবারে মেধাবী নারী শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য শিক্ষাবৃত্তি পাবেন। ২০১০ সাল থেকে ব্র্যাক ব্যাংক প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রকল্পের সঙ্গে যুক্ত থাকলেও ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি এক্ষেত্রে নতুন সংযোজন। এই চুক্তির মাধ্যমে প্রতি বছর এইচএসসিতে ৫০ জন ও স্নাতক পর্যায়ে (শর্ত পূরণ সাপেক্ষ্যে) শুধুমাত্র নারী শিক্ষার্থীদের এই শিক্ষাবৃত্তি দেওয়া হবে ।
উল্লেখ্য, প্রথম আলো ২০০৭ সাল থেকে আনুষ্ঠানিকভাবে অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি চালু করে। ২০১০ সালে ব্র্যাক ব্যাংক এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়। ব্র্যাক ব্যাংক ও অন্যান্য দাতাদের সহযোগিতায় ২০২২ সাল পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত মোট অদম্য মেধাবীর শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২০৬ জন । এর মধ্যে ব্র্যাক ব্যাংকের সহায়তায় মোট ৯৪১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। এ ছাড়া অন্যান্য দাতা সংস্থা ও ব্যক্তির সহযোগিতায় ২৬৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে । বর্তমানে ২২৯ জন অদম্য মেধাবী শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে।