‘ডাক্তার হয়ে আমার সন্তান মানুষের সেবা করবে’
অদম্য মেধাবী মেহেদী হাসান সাজ্জিম চিকিৎসক হওয়ার পথে ভালোভাবেই এগিয়ে চলেছেন। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন। ভবিষ্যতে স্নায়ুরোগ বিশেষজ্ঞ হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করতে চান তিনি।
মেহেদী হাসানের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামে। তাঁর বাবা মুক্তার আলী। পেশায় পরিবহন শ্রমিক। আর্থিক সঙ্কটের কারনে উচ্চশিক্ষার পথে বারবার বাধা পেয়েছেন। কিন্তু অদম্য মনবল ও কঠোর পরিশ্রমের মাধ্যমে উচ্চশিক্ষার পথেই রয়েছেন তিনি। কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পান মেহেদী হাসান। পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রাপ্ত হন তিনি। ২০২১ সালে সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ পান তিনি। ২০২২ সালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান সাজ্জিম। মাইগ্রেশন করে বর্তমানে খুলনা মেডিকেল কলেজে পড়াশোনা করছেন তিনি।
সাজ্জিমের বাবা মুক্তার আলী বলেন, ‘পরিবহন শ্রমিক হিসেবে আমার যে আয় তা দিয়ে সংসার চালানো কষ্টকর। সাজ্জিমের পড়াশোনার ব্যয় নির্বাহ করা আমার পক্ষে সম্ভব ছিল না। প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ। প্রতিষ্ঠানটি সাজ্জিমকে শিক্ষা বৃত্তি দিচ্ছে। এখন স্বপ্ন দেখি ডাক্তার হয়ে আমার সন্তান মানুষের সেবা করবে।’
উল্লেখ্য, ধারাবাহিক সফলতার জন্য মেহেদী হাসান সাজ্জিমকে স্নাতক পর্যায়েও ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট শিক্ষাবৃত্তি’ দেওয়া হচ্ছে।