অর্থোপেডিকে ডিপ্লোমা করার সুযোগ পেলেন অদম্য রাকিব কাজী

অদম্য মেধাবী ডা. রাকিব কাজী।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সার্জারি ফ্যাকাল্টির আওতায় অর্থোপেডিক বিষয়ে ডিপ্লোমাতে ভর্তির সুযোগ পেয়েছেন ডা. রাকিব কাজী। আগামী জুলাই হতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে এ কোর্স শুরু হবে তাঁর। রাকিব কাজী মানিকগঞ্জ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। গত বছর মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পান তিনি। বর্তমানে ওখানেই কর্মরত আছেন।

গোপালগঞ্জের অদম্য মেধাবী রাকিব কাজীর জীবনে অনেক বাধা এসেছে কিন্তু দমে যাননি তিনি। অদম্য মনোবল নিয়ে সামনে এগিয়েছেন। কঠোর পরিশ্রম করে সাফল্যও পেয়েছেন তিনি।

পরিবারের আর্থিক অসংগতির কারণে এসএসসি পরীক্ষা দিয়ে পুরান ঢাকার একটা মুদির দোকানে হিসাব রাখার কাজ নেন রাকিব। ২০১৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পান। প্রথম আলোর একজন সাংবাদিক ওই দোকানে বাজার করতেন। সে রাকিবের সংগ্রামী জীবনের কথা শুনে সংবাদ প্রকাশ করেন। পরে রাকিবের পারিবারিক অবস্থা ও অদম্য মেধাকে বিবেচনায় নিয়ে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বৃত্তির জন্য অন্তর্ভুক্ত করা হলে দোকানের কাজ ছেড়ে নিয়মিত ক্লাস ও পড়াশোনা করেন তিনি। এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পান। পুনরায় বৃত্তি অব্যাহত থাকে। পরে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তির সুযোগ পান রাকিব। একজন সফল সার্জন হওয়ার চেষ্টায় এগিয়ে চলেছেন তিনি।