উত্তম চাকমা জন্ম রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দক্ষিণ হিরাচর গ্রামে। বাবা-মা,দুই ভাই ও এক বোনকে নিয়ে তাদের পাঁচ সদস্যের পরিবার। ছোটবেলা থেকেই অভাবের সংসার দেখতে দেখতেই তাঁর বেড়ে ওঠা। একমাত্র উপার্জনকারী বাবা বিমল চন্দ্র চাকমা পেশায় ছিলেন কৃষক। মা গৃহিণী। সারা দিন একা খেটে পরিবারের সবার খরচ চালানোটা বাবার জন্য কঠিন ছিল। তাই স্কুল শেষে ছুটে যেতেন বাবার কাজে সাহায্য করতে।
ছাত্র হিসেবে উত্তম ছিলেন খুবই মেধাবী। পরীক্ষায় প্রথম হওয়ায় স্কুলের মাসিক ফি দিতে হতো না। এভাবে পড়াশোনা করে ২০১৪ সালে এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন।
তাঁর অদম্য ইচ্ছা ও সফলতার খবর প্রথম আলোতে তুলে ধরা হয়। একই সঙ্গে প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী তহবিলের মাধ্যমে শিক্ষাবৃত্তির আওতায় আনা হয়। এতে সহযোগী হয় সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার (এসডিসি) নামের একটি প্রতিষ্ঠান।
শিক্ষাবৃত্তি তাঁর মনোবলকে আরও শক্তিশালী করে। নিজ চেষ্টায় ভর্তি পরীক্ষা দিয়ে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগে ভর্তির সুযোগ পান। ২০১৮ সালে চার বছর মেয়াদি ডিপ্লোমা শেষ করেন। এখন তিনি মোনঘর শিশু সদনের অধীনে মোনঘর ইনস্টিটিউট অব টেকনোলজিতে ইলেকট্রিক্যাল ট্রেডে প্রশিক্ষক হিসেবে কর্মরত।