রচনা লিখে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন অদম্য মহুয়া
রচনা লিখে পুরস্কার লাভ করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অদম্য শিক্ষার্থী মহুয়া সাহা। মহুয়া সাহা গত বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশ নেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এ প্রতিযোগিতার আয়োজন করে। গ-বিভাগে (উচ্চমাধ্যমিক শ্রেণি) 'বঙ্গবন্ধু ও বিদ্রোহী মার্চ' শীর্ষক রচনা প্রতিযোগিতায় মহুয়া সাহা ও আরও পাঁচজন পুরস্কার লাভ করেন। জয়ীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
গত মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সভাপতি শিল্পী হাশেম খান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম প্রমুখ।
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার লাভ করায় দারুণ উচ্ছ্বসিত মহুয়া সাহা। তিনি বলেন, সারা দেশের মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা লিখে পুরস্কার পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকারসহ অনেক গুণী মানুষের হাত থেকে পুরস্কার গ্রহণ করলাম। এটা আমার জীবনে অনেক বড় পাওয়া। আমার কলেজের সম্মানিত শিক্ষকগণ আমাকে এ কাজে উৎসাহিত করেছেন, তাঁদের অনেক ধন্যবাদ জানাই।
তাঁর এ কৃতিত্বে খুশি বাবা-মা। মহুয়ার বাবা জগন্নাথ সাহা বলেন, মেয়ের কল্যাণে আজ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার ও কথা শোনার সৌভাগ্য হল। এটা জীবনভর মনে থাকবে।
মহুয়া সাহা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। মানবিক বিভাগের শিক্ষার্থী মহুয়া সাহা ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হয়েছেন।