প্রথম শ্রেণিতে স্নাতক সম্পন্ন করলেন সেই কামরুল

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রাপ্ত কামরুল হাসান।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় আড়াইসিধা গ্রামের ছেলে কামরুল হাসান। এক সময় বাবার দিনমজুরি কাজে সহায়তা করেও পড়াশোনা চালিয়ে যান কামরুল। তাঁর এই অদম্য মেধা ও ইচ্ছা শক্তিকে বিবেচনায় নিয়ে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তির জন্য নির্বাচন করা হয়। এই শিক্ষাবৃত্তি সহায়তার মধ্যদিয়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টি থেকে ফিন্যান্স বিভাগে স্নাতক (সম্মান) সম্পন্ন করলেন। তিনি সিজিপিএ-৩.৫২ পেয়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি নিয়ে এইচএসসি ও স্নাতক পর্যায় সম্পন্ন করেছেন তিনি।

ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রাপ্ত কামরুল হাসান।

কামরুল হাসান বলেন, ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এইচএসসি থেকে স্নাতক পর্যায় দীর্ঘ শিক্ষাজীবনে আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্ন ধরনের পরামর্শ পেয়েছি, তা না পেলে আমার জীবনসংগ্রাম আরও কঠোর থেকে কঠোরতর হত। আমি ব্র্যাক ব্যাংক ও প্রথম আলোর নিকট চিরকৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষে পৌঁছাতে পারি। সকল অদম্য মেধাবীদের জন্য রইল দোয়া ও শুভকামনা।’

উল্লেখ্য এসএসসিতে পাসের পর ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি পেয়ে ফিরোজ মিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন কামরুল হাসান। এসএসসি ও এইচএসসি দুটো পরীক্ষায় জিপিএ -৫ পান। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিবিএতে ভর্তির সুযোগ পান। এই শিক্ষাবৃত্তি সহায়তায় স্নাতক পর্যায়ও সম্পন্ন করলেন তিনি।