প্রথম বিসিএসেই সফল গৌরব

অদম্য মেধাবী ডা. গৌরব মজুমদার।

গৌরব মজুমদার ২০১৯ সালের ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষ করে ইন্টার্নশিপ করেন শুরু করেন বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঠিক সেই সময়টাতে সারা বিশ্বে শুরু হয় মহামারি করোনা। পরে করোনাকালীন সময়েই সফলতার সহিত ইন্টার্নশিপ শেষ করে এমবিবিএস সম্পন্ন করেন গৌরব। তিনি ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী।

গৌরব মজুমদার ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজে এমবিবিএসে ভর্তির সুযোগ পান। পরে এমবিবিএস শেষ করে শুরু করেন বিসিএসের প্রস্তুতি। জীবনের প্রথম বিসিএসেই সফল হন। সম্প্রতি ৪২ তম বিশেষ বিসিএসে (স্বাস্থ্য) অংশ নিয়ে সহকারী সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। তিনি ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা করেছেন।

গৌরব মজুমদার বলেন, ‘ভবিষ্যতে চিকিৎসা বিদ্যায় আরও উচ্চতর ডিগ্রি নিয়ে সেবার মান বাড়াব। রোগীদের সেবা করে ও তাঁদের দোয়া নিয়ে বেঁচে থাকতে চাই।’