নিজের স্বপ্ন পূরণের জন্য পড়াশোনার কোন বিকল্প নেই

বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর পরিবারের হাল ধরতে একটা বেসরকারি কনসালটেন্সি ফার্মে চাকরিতে ঢুকলাম। তারপর দেখলাম আমার ইঞ্জিনিয়ার বন্ধুরা সবাই সরকারি চাকরি করছে। ভাবলাম আমি সিভিল ইঞ্জিনিয়ারদের (পুরকৌশল) সরকারি চাকরির সুযোগ অনেক। তবে আমি কেন নয়। তারপর শুরু হল চাকরির প্রস্তুতি। দুইটা ইন্টারভিউ দিলাম, তার একটাতে বর্তমানে কর্মরত আছি। অদম্য মেধাবী সরল শেখ এভাবে বলেন তাঁর জীবনের গল্প। তিনি ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা করেছেন। নাটোরের অদম্য মেধাবী সরল শেখ সাহস নিয়ে প্রতিকূলতা অতিক্রম করেছেন, সফলও হয়েছেন। বরিশাল সিটি করপোরেশনে সহকারী প্রকৌশলী পদে চাকরি করছেন।

নতুনদের উদ্দেশ্যে সরল শেখ বলেন, বেকার অবস্থায় সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া অনেক কষ্ট। তারপরও নিজের স্বপ্ন পূরণের জন্য টেকনিক্যালি এগিয়ে যেতে হবে। পড়াশোনার কোনই বিকল্প নেই। পড়াশোনা শেষ করার আগেই সিদ্ধান্ত নিতে হবে কর্পোরেট নাকি সরকারি চাকরি করবেন। যদি সরকারি চাকরির আগ্রহ থাকে তবে ৩য় বর্ষ বা ৪র্থ বর্ষ থেকেই প্রস্তুতি নিতে হবে। পড়াশোনা শেষ করার পর সময়টা খুব কঠিন। তখন আপনি বেকার।

সরল শেখ ২০০৮ সালে বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পান। লালপুর ডিগ্রি কলেজ থেকে ২০১০ সালে উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পান সরল শেখ । রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিভাগে পাশ করেন । তিনি ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা করেছেন।