ছয় মাসে আমার দুইটা চাকরি হয়ে যায়
পড়াশোনা শেষ করার পর চাকরি পাওয়ার আগ পর্যন্ত একটা কঠিন সময় যায়। চারপাশের লোকজন নানা কথা বলে। নিজের কাছেও খারাপ লাগে। এসময় আমি যেটা করেছি ছয় মাসের একটা টার্গেট নিয়ে চাকরির জন্য কঠোর পড়াশোনা করেছি। কোনো সময় নষ্ট না করে ফুলটাইম পড়াশোনা করেছি। এটাই কাজে দিয়েছে। ৬ মাসের মাথায় আমার দুইটা চাকরি হয়ে যায়। অদম্য মেধাবী লিঙ্কন চন্দ্র ঘোষ এভা্বে বলেন তাঁর জীবনের গল্প। তিনি ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা করেছেন।
ফেনীর অদম্য মেধাবী লিঙ্কন চন্দ্র ঘোষ সাহস নিয়ে প্রতিকূলতা অতিক্রম করেছেন, সফলও হয়েছেন। জনতা ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার পদে চাকরি করছেন।
২০১০ সালে মাধ্যমিক পরীক্ষায় ও ২০১২ সালে উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পান লিঙ্কন চন্দ্র ঘোষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসে স্নাতকোত্তর শেষ করেন। তিনি ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা করেছেন। ২০১৯ সালে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স অডিটর হিসেবে যোগ দেন । ৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে জনতা ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার পদে যোগ দেন।