ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি
চাকরির প্রস্তুতি নিচ্ছেন ছাব্বির আহমেদ
ছাব্বির আহমেদ ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষা বৃত্তিপ্রাপ্ত। ছাব্বির আহমেদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(আইসিই) বিভাগে স্নাতক শেষ করেছেন। একই বিষয়ে মাস্টার্স করেছেন। এখন চাকরির প্রস্তুতি নিচ্ছেন।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় ছাব্বিরের বাড়ি । ছয় মাস বয়সে তার বাবা মারা যান। মা ছিলেন গৃহিনী। নিজেদের জমিজমা বলতে কিছুই নেই। নানার বাড়িতে থেকে ২০১০ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। বৃত্তির জন্য আবেদন করেন প্রথম আলো ট্রাস্টে। পরে তাঁর পারিবারিক অবস্থা ও অদম্য মেধাকে বিবেচনায় নিয়ে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ২০১২ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পুনরায় বৃত্তি অব্যাহত থাকে। পরে ভালো করে পড়াশোনা করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান।
ছাব্বির আহমেদ জানান, ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের বৃত্তির টাকায় পড়াশোনা করেছি। এখন চাকরির চেষ্টা করছি। মানুষের ভালোবাসা আমি পেয়েছি। ইচ্ছে আছে চাকরি পেলে আমার মতো অদম্য যারা আছে, তাদের পড়াশোনা করাব।