জয়েন্ট প্রোগ্রামে জাপান গেলেন ‘অদ্বিতীয়া’ সোমা গোস্বামী
সোমা গোস্বামী, মৌলভীবাজার জেলার একটি চা-বাগান শ্রমিক পরিবারের প্রথম কন্যা সন্তান, যিনি আইডিএলসি-প্রথম আলো ট্রাস্টের 'অদ্বিতীয়া' শিক্ষাবৃত্তি নিয়ে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) পড়াশোনা করছেন। এরই মধ্যে খবর এল তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে জয়েন্ট প্রোগ্রামে পড়ার সুযোগ পেয়েছেন।
টোকিও বিশ্ববিদ্যালয় ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) যৌথ সামার প্রোগ্রাম এ মাস হতে শুরু হয়েছে। এই জয়েন্ট সামার প্রোগ্রামে এইউডব্লিউ থেকে ১০ জন টোকিও বিশ্ববিদ্যালয় থেকে ১০ মেয়ে অংশগ্রহণ করেছে। এইউডব্লিউ থেকে যে ১০ জন নির্বাচিত হয়েছেন তার মধ্যে সোমা গোস্বামী অন্যতম। সোমা গোস্বামী আইডিএলসি ও প্রথম আলো ট্রাস্টের অদ্বিতীয়া শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী।
সব আনুষ্ঠানিকতা শেষ করে গত ৩১ জুলাই টোকিওর উদ্দেশ্যে রওনা দেন। জয়েন্ট সামার প্রোগ্রামে তারা ‘মাইগ্রেশন, ইমিগ্রেশন ও রিফিউজি’ নামক কোর্সটির ওপরে অধ্যয়ন করছেন। স্বল্পমেয়াদি এই বিশেষ কোর্সটি এই মাসের (আগস্ট ২০২৩) ১১ তারিখ শেষ হবে বলে জানান সোমা।
সোমা জানান, ‘এইউডব্লিউর অধ্যাপকগণ একাধিক মানদণ্ডের ভিত্তিতে এই প্রোগ্রামের জন্য নির্বাচিত করেন। আমি সবগুলো ধাপ পেরিয়ে নিজেকে তুলে ধরেতে পেরেছি এটা আমার জন্য বিশেষ সুযোগ। আমি সীমানা পেরিয়ে বহুদূর যেতে চাই। আমার নিজের মতামত যাতে সমাজ মূল্যায়ন করে নিজেকে এমন উচ্চতায় নিতে চাই। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।’
প্রতিবছর পরিবারের প্রথম নারী অথচ অসচ্ছল, যিনি উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ গঠনে আগ্রহী, এ রকম ১০ জনকে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) দেওয়া হয় এই শিক্ষাবৃত্তি। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সহায়তায় ৫৬ জনসহ ২০২২ পর্যন্ত মোট ৯৮ জন শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছেন। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনও তাঁদের আবাসন, টিউশন ফি সুবিধাসহ নানা সুযোগ দেয়।