সরকারি ব্যবস্থাপনায় কম খরচে চিকিৎসা রয়েছে

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১৬ অক্টোবর ২০২১ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা.মো. জোবায়ের মিয়া । অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-৫৭।

প্রশ্ন: সরকারিভাবে মাদকের চিকিৎসা আছে কি?

উত্তর: হ্যাঁ, সরকারি ব্যবস্থাপনায় কম খরচে চিকিৎসা রয়েছে। রোগীকে সশরীরে হাজির হতে হয়। স্বল্প মূল্য বা নামমাত্র মূল্য এসব জায়গা থেকে চিকিৎসা নিতে পারেন ঢাকার তেজগাঁও কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বহি:বিভাগ। এ ছাড়া দেশের সরকারি মেডিকেল কলেজগুলোর বহির্বিভাগে বিনা মূল্যে বা নামমাত্র মূল্যে চিকিৎসা নেওয়া সম্ভব।