‘সন্তানকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ২৯ জানুয়ারি ২০২২ বিকেল ৪টায় প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন অনলাইন মাদকবিরোধী আয়োজনটি ছিল মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভার ১৫০তম পর্ব। এই পর্বে পরামর্শ দেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের রেসিডেন্ট সাইক্রিয়াট্রিস্ট ডা. মো. রাহেনুল ইসলাম। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-৭৫।

পরামর্শ দেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের রেসিডেন্ট সাইক্রিয়াট্রিস্ট ডা. মো. রাহেনুল ইসলাম।

প্রশ্ন: সন্তানের সঙ্গে অভিভাবকের নিরাপদ সম্পর্ক তৈরি করবেন কীভাবে

উত্তর: সুস্থ সম্পর্কের জন্য যেমন সন্তানের মতো করে চিন্তা করতে জানতে হবে। একই সঙ্গে জানতে হবে কখন, কোথায়, কীভাবে, কতটুকু ছাড় দিতে হবে এবং সন্তানের সামনে আচরণ কেমন হবে।একজন অভিভাবক তাঁর সন্তানকে নিজের কাজে স্বাবলম্বী করতে না পারার অর্থ হলো সন্তানের সামাজিক বিকাশে বাধাগ্রস্ত করা। সবশেষে তিনি বলেন, যেই পরিবারে সন্তানের মতামতকে গুরুত্ব দেওয়া হয়,সন্তানের কথা শোনা হয়, সন্তানকে স্বাবলম্বী করে গড়ে তোলার অভ্যাস করা হয় সেই সকল পরিবারের সন্তানদের মাদকে আসক্ত হওয়ার সম্ভাবনা কম।