সন্তানকে কীভাবে বড় করলে মাদকের পথে যাবে না?

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১৬ অক্টোবর ২০২১ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা.মো. জোবায়ের মিয়া । অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-৫৮।

প্রশ্ন: সন্তানকে কীভাবে বড় করলে সন্তান মাদকের পথে যাবে না?

উত্তর: মূলত প্যারেন্টিং কৌশলটা আসল ব্যাপার। প্যারেন্টিং কৌশল নিয়মতান্ত্রিক হওয়া চাই। সন্তানকে লালন-পালন করার পদ্ধতিতে পিতা-মাতাকে মনোযোগী হতে হবে। শিশুর শারীরিক ও মানসিক রোগের প্রতিরোধ শিশুকাল থেকে নিতে হয়। শুরু করতে হবে জন্মের আগে থেকেই গর্ভাবস্থা থেকেই। গর্ভাবস্থা থেকেই শিশুর ব্রেনের গঠন তৈরি হয়। মাকে নিয়ে আমরা চিন্তা করব। যতটুকু পারা যায় পরিবারের পরিবেশ হবে স্ট্রেসবিহীন। বাবা-মায়ের উচিত হবে বাইরে থেকে এসে ঘরের শিশুদের প্রতি মনোযোগী হওয়া । গর্ভাবস্থায় মায়ের মনের অবস্থা সুস্থ থাকলে সুস্থ শিশু জন্মগ্রহণ করে। শিশুটিও ভালো থাকবে । শিশু বয়স থেকে টিকা কার্যক্রমগুলো নিতে হবে ।বাবা-মার উচিত হবে বাইরে থেকে এসে ঘরে বসবাসরত পরিবারের সদস্যদের প্রতি মনোযোগ দেওয়া।