সন্তান মাদকাসক্ত হলে ধৈর্য ধরতে হবে

প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলন প্রতি মাসে পরামর্শ সহায়তার আয়োজন করে। রাজধানীর ধানমন্ডি ডব্লিউভিএ মিলনায়তনে ১২০টি পরামর্শ সহায়তা সভা করা হয়েছে। এখানে মূলত উপস্থিত থাকেন মাদকাসক্ত রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। এসব অনুষ্ঠানে পরামর্শ সেবা গ্রহণ করে সুস্থ হয়েছেন অসংখ্য মানুষ। করোনাকালে প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী অনলাইন পরামর্শ সভা হয়েছে ২২টি । প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে বিকেল ৪টায় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল থেকে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়। এই আয়োজনেও দর্শকেরা সরাসরি যুক্ত হয়ে বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসকদের প্রশ্ন করে প্রয়োজনীয় উত্তর জেনে নেন। অনলাইন আয়োজনের বিস্তারিত প্রথম আলো ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়ে থাকে।

প্রিয়জন মাদকাসক্ত হলে কি করে বুঝব এর উত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক এবং ওসিডি ও জেরিয়াট্রিক ক্লিনিকের কনসালট্যান্ট ডা.সুলতানা আলগিন জানালেন, যারা মাদক ব্যবহার করছেন তাদের পরিবারের সদস্যরা সবার আগে জানতে পারেন। তাদের প্রিয়জন মাদক গ্রহণ করছেন। মাদক গ্রহণ করলে আচরণগত পরিবর্তন হয়। পড়াশোনায় অনাগ্রহ হচ্ছে অথবা করছে না । নতুন নতুন বন্ধুর সঙ্গে মিশছে । খাবার কমিয়ে দিয়েছে অথবা বেশি খাচ্ছে। বাবা মাকে খেয়াল করতে হবে। অভিভাবকের জন্য পরামর্শ হলো ধৈর্য ধরতে হবে। বন্ধুর মতো আচরণ করে সহযোগিতা করতে হবে। মনোরোগ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে।