প্রশ্ন ও উত্তর পর্ব-২১
‘শৈশব থেকেই সন্তানকে ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে’
প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১০ মে ২০২১ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ হেলাল । অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-২১।
প্রশ্ন: মাদকের সহজলভ্যতার পরেও মাদককে না বলার যে দৃঢ় মানসিকতা বা দক্ষতা, সেটি অর্জন করার উপায় কি?
উত্তর: একদম সহজ উপায় হলো, নিজের ব্যক্তিত্বের বিকাশকে সুসংহত রাখা, কেউ যদি তার পছন্দ, অপছন্দর কথা প্রকাশ করতে না পারেন, তাহলে বড় হয়ে তার সিদ্ধান্ত সে নিতে পারবে না। একটি সিদ্ধান্ত যত বড় হোক বা ছোট হোক, সিদ্ধান্ত গ্রহণ করার জন্য মস্তিষ্ক একইভাবে কাজ করবে। তাই ছোটবেলা থেকে যদি সন্তানের মস্তিষ্কের এই অনুশীলন যদি না করানো হয়, তখন সে ছোট বা বড় কোনো সিদ্ধান্তই নিতে পারবে না। সে তার মতামত প্রকাশ করতে পারবে না। তখন সে না বলতে পারবে না। সুতরাং শৈশব থেকেই সন্তানকে ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে।