যে কোন রোগীকে সুস্থ করতে সবচেয়ে বেশি দরকার পারিবারিক বন্ধন

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১৬ অক্টোবর ২০২১ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা.মো. জোবায়ের মিয়া । অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-৫৬।

প্রশ্ন: সন্তান মাদকাসক্ত কিনা বুঝব কিভাবে। সুস্থ করতে কি করব ?

উত্তর: যে কোন মাদকাসক্ত রোগীকে সুস্থ করতে সবচেয়ে বেশি দরকার পারিবারিক বন্ধন । বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো থাকলে সন্তান বিপথে যেতে পারে না। বিশ্বায়নের যুগে বাবা-মা সবাই ব্যস্ত। বাবা মায়ের সঙ্গে সন্তানের গ্যাপ থাকা চলবে না। যদি দেখা যায় আপনার সন্তানের হঠাৎ করে আচার আচরণ পরিবর্তন হচ্ছে। যেমন: যে ছেলেটি চোখ তুলে তাকাতো না, সেই অবাধ্য হয়ে যাচ্ছে । টাকা-পয়সার চাহিদা বেড়ে যাচ্ছে । না বলে বাইরে থাকে, সামাজিক অনুষ্ঠানে যেতে চায় না, রুমে বন্দী থাকে, দিনে ঘুমায় রাত জাগে। পোশাক পরিচ্ছদের যত্ন নেই । তার ঘরে মাদকের চিহ্ন, রাংতা কাগজ পাওয়া যাচ্ছে। তাহলে ধারণা করা হয় যে সন্তান হয়তো মাদক গ্রহণ করছে। তখন মনোরোগ মনোরোগ চিকিৎসকের কাছে যাওয়া উচিত। অভিভাবকদের সচেতন হতে হয়। আন্তরিকতার সম্পর্ক বাড়াতে হয়।