‘মাদকের ক্ষতিকর দিকগুলো ভয়ংকরভাবে না বলে গল্পের ছলে বোঝাবেন'

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১৪ জুলাই প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. জোবায়ের মিয়া । অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-১৪।

প্রশ্ন: অভিভাবক হিসেবে তরুণদের সচেতনতা কিভাবে বাড়াবেন ?

উত্তর: প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভালো। তরুণদের মধ্যে বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে তারা মাদক গ্রহণ বেশি করছে । তাই পরিবার থেকে সচেতনতা তৈরি করতে হবে। অর্থাৎ মা-বাবা তাদের সন্তানের সঙ্গে মিশবেন এবং তাদের মাদকের ক্ষতিকারক দিক সম্পর্কে বুঝিয়ে দেবেন। তাহলে তারা মাদক থেকে দূরে থাকবে। ধরা যাক টিভিতে কোন চ্যানেলে মাদক বিষয়ক কোন অনুষ্ঠান হচ্ছে , কোন কোন পরিবারের সদস্যরা সেই চ্যানেল বদলে অন্য চ্যানেলে চলে যান। পরিবারের ওই সদস্যদের ধারণা যে সন্তান মাদক সম্পর্কে অনেক কিছু জেনে যাবে। যদি এটা আপনার সন্তান বুঝতে পারে আপনি তার থেকে কিছু লুকাচ্ছেন, তবে কোন না কোন উপায়ে সে ওই বিষয়ে জানার চেষ্টা করবে। বরং বাবা -মা চা খেতে খেতে মাদকের ক্ষতিকারক দিকগুলো নিয়ে সন্তানদের মাদকের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন। স্মার্ট হওয়ার জন্য বা ফ্যাশন দেখানোর জন্য মাদক না। মাদকের ক্ষতিকর দিকগুলো ভয়ংকরভাবে না বলে সুন্দরভাবে গল্পের ছলে বোঝাবেন।