‘মাদকের ক্ষতি থেকে লিভার, কিডনি, ফুসফুস কোন কিছুই বাদ যায় না’

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ হেলাল জানালেন, ‘মাদকের সবটাই অপকার। কোন উপকারী দিক নাই মাদকের। মাদক মানে অপকার। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মাদক একজন ব্যক্তির ক্ষতি করে। লিভার, কিডনি, ফুসফুস কোন কিছুই বাদ যায় না। কিংবা মাদকাসক্ত হলে হার্ট অ্যাটাক হতে পারে।’

তিনি আরও বলেন, ‘মাদক শুধু দেহের নয় মনের চিন্তাধারাকে ধ্বংস করে । পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। মাদকের ওপর নির্ভরশীল ব্যক্তি বা মাদকাসক্ত মাদক থেকে ফিরে আসতে হলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে । ব্যক্তি চাইলেই মাদক ছাড়তে পারেন । চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাউন্সেলিং, ওষুধ ও অন্যান্য বিষয়ে নিয়মকানুন মেনে চলতে হবে।’